মোঃ আলমগীর হোসেন বিশেষ প্রতিনিধি
ময়মনসিংহ
ময়মনসিংহ হালুয়া থানা পুলিশের অভিযানে ফেনসিডিল ব্যাসায়ী মর্জিনা এবং ইয়াবা ব্যাবসায়ী বাচ্চু গ্রেফতার ।। ৪৫ বোতল ফেনসিডিল এবং ১৭৫ পিচ ইয়াবা উদ্ধার
স্টাফ রিপোর্টার --- যেখানেই মাদক জুয়া সেখানেই প্রতিরোধ এই শ্লোগানে ময়মনসিংহের হালুয়াঘাট থানার মেধাবী কর্মদক্ষ ওসি আবুল খায়ের সোহেল নেতৃত্বে থানায় জনস্বার্থে পুলিশি সেবাদানের পাশাপাশি , পুলিশি কার্যক্রম ও পুলিশি মনবল জোরদার করা হয়েছে । আর তারই ধারাবাহিকতায় ওসি আবুল খায়ের সোহেলের নেতৃত্ব মনিটরিং তদারকিতে থানা পুলিশের চৌকস টিম মাদক জুয়া সহ বিভিন্ন ধরনের অপরাধ দমনে নিরলস দায়িত্ব পালন করে যাচ্ছেন । এ অবস্থায় পুলিশের চৌকস টিম গত ১৭ অক্টোবর ২৪ ঘন্টা অভিযান চালিয়ে নিয়মিত মামলার ৪ জন অভিযুক্ত আসামি সহ আন্তঃজেলা মাদক ব্যাবসায়ী ও হত্যা মামলার আসামি বাচ্চুমিয়া (৩৪) কে ১৭৫ পিচ ইয়াবা ট্যাবলেট সহ হাতে নাতে গ্রেফতার করে বিঘ্গ আদালতে সোপর্দ করে । গ্রেফতারকৃত বাচ্চুমিয়া ঈশ্বরগঞ্জ থানা বিল রাউল গ্রামের মৃত রশিদ মিয়ার ছেলে । এছাড়াও এর পূর্বে ১৫ অক্টোবর এক গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি চৌকস টিম অভিযান চালিয়ে হালুয়াঘাট মহিষলেটি গ্রামের ফেনসিডিল ব্যাবসায়ী মর্জিনা বেগম (৪৪) কে ভারতীয় নিষিদ্ধ ৪৫ বোতল ফেনসিডিল সহ হাতে নাতে গ্রেফতার করতে সক্ষম হয় গ্রেফতার কৃত মর্জিনার পিতার নাম মোসলেম বেপারী, সে দীর্ঘদিন যাবৎ অভিনব কায়দায় ফেনসিডিল পাচার ও ব্যাবসা করে আসছিলো , জানাগেছে ইতিপূর্বে মর্জিনা ব্যাবসা করলেও রহস্য জনক কারনে প্রতিনিয়ত ধরা ছোঁয়ার বাইরে থেকে গেছে । অবশেষে ওসি আবুল খায়ের সোহেল থানার দায়িত্ব ভার গ্রহন করার পর ফেনসিডিল ব্যাবসায়ী মর্জিনা গ্রেফতার হলো। এ রিপোর্ট লেখা পরযন্ত পুলিশি সেবা ও অপরাধ দমন অভিযান অব্যাহত রয়েছে