today visitors: 5073432

গুঠিয়ায় “ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৪ ” অনুষ্ঠিত

বরিশাল প্রতিনিধি

গুঠিয়ার বাইতুল ভিউ তে গুঠিয়া ইউনিয়ন ছাত্র সমাজ কর্তৃক আয়োজিত “ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৪ ” সম্পন্ন হয়েছে। আয়োজনে বিভিন্ন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডঃ মোঃ লোকমান হোসেন রাসেল, সহকারি অধ্যাপক পদার্থবিজ্ঞান বিভাগ, বরিশাল বিশ্ববিদ্যালয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মোঃ মিজানুর রহমান মিজান, সহকারি শিক্ষক, ডহরপাড়া মাধ্যমিক বিদ্যালয়। অনুষ্ঠানের প্রধান বিচারক হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব হযরত মাওলানা মোঃ গোলাম মোস্তফা সালেহী, ইমাম বরিশাল বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদ, বরিশাল। আরও বিচারক হিসেবে উপস্থিত ছিলেন মোঃ নূরনবি, সাবেক পরিচালক, হেরাররশ্মি শিল্পীগোষ্ঠী, বরিশাল। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মোঃ সাইদুল ইসলাম, শিক্ষার্থী, অর্থনীতি বিভাগ, বরিশাল বিশ্ববিদ্যালয়।

প্রতিযোগিতার বিষয়সমূহ ছিলঃ
১. পবিত্র কোরআন তেলাওয়াত
২.ইসলামী সংগীত
৩.মাসয়ালা-মাসায়েল
৪.আল্লাহর ৯৯ নাম

অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন, মরহুমা আলহাজ্ব মালেকা বেগম হাফিজিয়া মাদ্রাসা, বৈরকাঠি আল-হেরা নূরানী মাদ্রাসা, পঞ্চগ্রাম মাদিনাতুল উ’লুম ইসলামিয়া মাদ্রাসা, নয়না মোহাম্মাদিয়া নূরানী মডেল মাদ্রাসা, গুঠিয়া হাট নূরানী ও হাফিজিয়া মাদ্রাসা, চর খেজুরতলা আজিজিয়া হাফিজিয়া মাদ্রাসা, দারুল কুরআন মুবারাকিয়া মডেল মাদ্রাসা, রওজাতুল উলুম নূরানী ও হাফিজিয়া মাদ্রাসা, পশ্চিম চাঙ্গুরিয়া আল মাদানী নূরানী মাদ্রাসা, পূর্ব নারায়নপুর দারুস সুন্নাহ নূরানী ও হাফিজিয়া মাদ্রাসা, সাইনবোর্ড জামে মসজিদ, পশ্চিম ডহরপাড়া জামে মসজিদ, পূর্ব নারায়নপুর দক্ষিণপাড়া বাইতুল আকসা জামে মসজিদ।

অনুষ্ঠানের আয়োজক বরিশাল বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী মোঃ সাইদুল ইসলাম বলেন, এই পবিত্র আয়োজনের উদ্দেশ্য ছিল নতুন প্রজন্মের মধ্যে ইসলামের সঠিক জ্ঞান, মূল্যবোধ এবং তাদের নৈতিক ও ধর্মীয় চেতনা জাগিয়ে তোলার মাধ্যমে একজন আদর্শ ও সচেতন নাগরিক হিসেবে গড়ে তোলা।