শাহ্ ফুজায়েল আহমদ
জগন্নাথপুর প্রতিনিধিঃ
“টেকসই আগামীর জন্য গ্রামীণ নারীদের ক্ষমতায়ন”- এই প্রতিপাদ্য বিষয় সামনে রেখে সুনামগঞ্জের জগন্নাথপুরে আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস পালন করা হয়েছে।
এ লক্ষ্যে মঙ্গলবার (১৫ অক্টোবর) সকাল ১০ টায় জগন্নাথপুর পৌর এলাকার ইকড়ছই জামেয়া ইসলামিয়া সিনিয়র আলিম মাদ্রাসা প্রাঙ্গণে কমিউনিটি বেইজড ক্লাইমেট রেজিলিয়েন্ট ফিশারিজ এন্ড একুয়াকালচাট ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ প্রকল্পের আয়োজনে ও মৎস্য অধিদপ্তর, বাংলাদেশ এবং জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার সহযোগিতায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আল বশিরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন- কমিউনিটি বেইজড ক্লাইমেট রেজিলিয়েন্ট ফিশারিজ এন্ড একুয়াকালচাট ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ প্রকল্পের ন্যাশনাল প্রজেক্ট কো- অর্ডিনেটর ডাঃ আবুল হাসনাত।
প্রকল্পের ফিল্ড কো অর্ডিনেটর ড. মোঃ শফি উল্লাহ’র পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- সুনামগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তা শামসুল করিম, প্রকল্পের পরিচালক সামছু উদ্দিন, জগন্নাথপুর উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ খালেদ সাইফুল্লাহ, শান্তিগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা হোসনে আরা খাতুন ও ইকড়ছই জামেয়া ইসলামিয়া সিনিয়র আলিম মাদ্রাসার অধ্যক্ষ সাইফুল ইসলাম।
শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন- জগন্নাথপুর উপজেলা মৎস্য কর্মকর্তা আল আমিন। জলবায়ু পরিবর্তন বিষয়ে বক্তব্য রাখেন- ন্যাশনাল কমিউনিটিবেইজড ক্লাইমেট ম্যানেজমেন্ট স্পেশালিষ্ট এস এম জিয়াউল । আলোচনায় গ্রামীণ নারীদের সম্মানিত করা, তাদের কর্মকে গুরুত্ব দেওয়া ও উৎসাহিত করা; পাশাপাশি জলবায়ু পরিবর্তন এবং পরিবর্তনে গ্রামীণ নারীদের করনীয় বিষয় গুরুত্ব পায়
অন্যানোর মধ্যে বক্তব্য রাখেন- সফল উদ্যোক্তা রোকশান আক্তার খাজা, শাহিদা আক্তার চিশতি, সফল নারী সংগঠক হলুদা আক্তার। আলোচনার পর নারীদের মধ্যে মাছ বাচাই প্রতিযোগিতা, নারীদের হাতে তৈরি হস্তশিল্প ও কুটিরশিল্প প্রদর্শন এবং ছোট্ট সোনামনিদের জলবায়ু সহনশীলতা বিষয়ক ছবি অংকন প্রতিযোগিতা প্রদর্শন হয়। পরে তাদের মধ্যে থেকে পুরস্কারের জন্য ৩ জন করে নির্বাচিত করা হয়। আলোচনা সভা শেষে র্যালী বের হয়।