লায়ন্স ইন্টারন্যাশনাল ডিস্টিক ৩১৫ বি-২ এর আয়োজনে স্বদেশ মৃত্তিকা আদর্শ বিদ্যানিকেতনে পুষ্টিকর খাবার ও শিক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠিত

মোঃ মামুন খান

লায়ন্স ইন্টারন্যাশনাল ডিস্টিক ৩১৫ বি-২ এর আয়োজনে স্বদেশ মৃত্তিকা আদর্শ বিদ্যানিকেতন ঢাকা আগারগাঁও শাখায়।

আজ ১৩ অক্টোবর রোজ রবিবার , সকাল ১০ ঘটিকায় লায়ন্স ক্লাবের অক্টোবর সেবা মাস উদযাপন উপলক্ষ্যে স্বদেশ মৃত্তিকা আদর্শ বিদ্যানিকেতনের
সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে পুষ্টিকর খাদ্য, শিক্ষা সামগ্রী ও শ্রেষ্ট ছাত্র_ছাত্রীদের বিশেষ পুরষ্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন লায়ন মোঃ শফিউল আলম পিএমজেএফ,ডিস্ট্রিক্ট গভর্নর (২০২৪-২০২৫),ডিস্ট্রিক্ট ৩১৫বি২।
কাজী সাইফুল ইসলাম পিএমজেএফ, পিডিজি,ডিস্ট্রিক্ট ৩১৫বি২,জিএটি এরিয়া লিডার,সিএ৬কে, লায়ন্স ইন্টারন্যাশনাল।
আশফাকুর রহমান এমজেএফ, পিডিজি,ডিস্ট্রিক্ট ৩১৫বি২।
শেখ ওবায়েদ উল্লাহ, ক্যাবিনেট সেক্রেটারি (২০২৪-২০২৫),ডিস্ট্রিক্ট ৩১৫বি২।
হাসানুল ইসলাম,ক্যাবিনেট ট্রেজারার,(২০২৪-২০২৫),ডিস্ট্রিক্ট ৩১৫বি২।
আনোয়ার হোসেন ভূঁইয়া,রিজিয়ন চেয়ারপারসন হেডকোয়ার্টার,(২০২৪-২০২৫),ডিস্ট্রিক্ট ৩১৫বি২।
ফয়সাল হাসান,রিজিয়ন চেয়ারপারসন,(২০২৪-২০২৫),ডিস্ট্রিক্ট ৩১৫বি২।
মোঃ খুরশিদ আলম,রিজিয়ন চেয়ারপারসন কনসার্ন,(২০২৪-২০২৫),ডিস্ট্রিক্ট ৩১৫বি২।
শেখ জহিরুল ইসলাম,জোন চেয়ারপার্সন কনসার্ন,(২০২৪-২০২৫),ডিস্ট্রিক্ট ৩১৫বি২।
মোঃ আল আমিন,জোন চেয়ারপার্সন কনসার্ন,(২০২৪-২০২৫),ডিস্ট্রিক্ট ৩১৫বি২।
এইচ এমন রফিকুল ইসলাম,(২০২৪-২০২৫),ডিস্ট্রিক্ট ৩১৫বি২।

স্বদেশ মৃত্তিকা মানব উন্নয়ন সংস্থা চেয়ারম্যান,ও স্বদেশ মৃত্তিকা আদর্শ বিদ্যানিকেতন এর প্রতিষ্ঠাতা মোঃ আকবর হোসেন, প্রোগ্রাম অফিসার ফারহানা কান্তা, সিনিয়র শিক্ষক রাশিদা আক্তার ও সোহাগী আক্তার সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এসময় ডিস্টিক গভর্নর লায়ন মোঃ শফিউল আলম বলেন : শিক্ষা-চিকিৎসা, পিছিয়ে পড়া জনগোষ্ঠির কল্যাণে লায়ন্স ক্লাবগুলো কাজ করে যাচ্ছে। স্বদেশ মৃত্তিকা আদর্শ বিদ্যানিকেতনের
এই সুবিধাবঞ্চিত শিশুদের পাশে থাকার ইচ্ছে আছে আর ২০২৫ সালে এই ছাত্র-ছাত্রীদের স্কুল ড্রেস ও স্কুল ব্যাগ উপহার দেয়া হবে। ছাত্র ছাত্রীদের উদ্দেশ্যে বলেন তোমাদের ভালো মত পড়াশুনা করতে হবে তাহলে আমরা তোমাদের ভালো উপহার দিতে পারবো।