today visitors: 5073432

**শেরপুরে বন্যার্তদের পাশে সেনাসদস্য হারুনুর রশিদ: মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত**

শান্ত শিফাত- শেরপুর: শেরপুর জেলার ঝিনাইগাতী,

নালিতাবাড়ী ও নকলায় গত ৪ অক্টোবর ভোর ৪টার পর পাহাড়ি ঢল নেমে আসায় ব্যাপক বন্যার সৃষ্টি হয়। এই আকস্মিক দুর্যোগে নিমজ্জিত পুরো এলাকা, হাজার হাজার মানুষ হারিয়েছে তাদের খাবার, বাসস্থান ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী। বিপর্যস্ত মানুষগুলো দিন কাটাচ্ছে চরম শঙ্কা ও দুশ্চিন্তায়।

এই দুর্যোগকালীন সময়ে যখন স্থানীয়রা ত্রাণ ও সাহায্যের জন্য অপেক্ষা করছিল, তখন বাংলাদেশ সেনাবাহিনীর এক সদস্য, মোঃ হারুনুর রশিদ, ছুটিতে থাকার সুবাদে নিজ উদ্যোগে বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়ান। তিনি উদ্ধার অভিযানে অংশগ্রহণ করে বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রী সরিয়ে নেওয়ার পাশাপাশি পবিত্র কোরআন শরীফও রক্ষা করেন, যা তার দায়িত্ববোধ ও ধর্মীয় ভাবনার এক উজ্জ্বল দৃষ্টান্ত।

বন্যার প্রথম দিন থেকেই উদ্ধারকাজ পরিচালনার পর, নিম্নাঞ্চলের ভয়াবহ পরিস্থিতি বিবেচনা করে, মোঃ হারুনুর রশিদ নিজের অর্থায়ন ও শুভাকাঙ্ক্ষীদের সহায়তায় স্থানীয় জনগণের মাঝে শুকনা খাবার বিতরণ শুরু করেন। তার মানবিক সহায়তা অগ্রহায়ণ হিসেবে পৌঁছে গিয়েছে বন্যার্তদের দরজায়। তার এ প্রয়াসে আশেপাশের মানুষ যেমন উপকৃত হয়েছেন, তেমনি সেনাবাহিনীর প্রতি মানুষের শ্রদ্ধা ও ভালোবাসাও বহুগুণে বৃদ্ধি পেয়েছে।

জানা গেছে, মোঃ হারুনুর রশিদ শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার একজন গর্বিত বাসিন্দা এবং বাংলাদেশ সেনাবাহিনীতে কর্মরত একজন সদস্য। তার এই নিঃস্বার্থ উদ্যোগ তাকে একজন সেবক হিসেবে অনন্যভাবে প্রতিষ্ঠিত করেছে।

মানবতার প্রতি তার এই অবদানে স্থানীয় বাসিন্দারা কৃতজ্ঞচিত্তে তাকে সাধুবাদ জানাচ্ছেন, এবং তার প্রচেষ্টা সকলের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।

বার্তা প্রেরক: শান্ত শিফাত
ঝিনাইগাতী, শেরপুর।
০১৯১৬-৬৮৮৩১১