শাহ্ ফুজায়েল আহমদ
উপজেলা প্রতিনিধি জগন্নাথপুর
সুনামগঞ্জের জগন্নাথপুরে নৌকা বাইচ দেখানোর কথা বলে নয় বছরের এক শিশুকে অপহরণের অভিযোগে অভিযুক্ত তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১০ অক্টোবর) গ্রেপ্তারদের সুনামগঞ্জের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয় । গ্রেপ্তাররা হলেন উপজেলার পাইলগাঁও ইউনিয়নের গোতগাঁও গ্রামের মৃত কছর মিয়ার ছেলে ছালিম উদ্দিন (৪৫), একই গ্রামের মৃত আব্দুর শহিদের ছেলে জনি (২৫) ও বাগময়না গ্রামের মৃত
আব্দুল নওয়াফের ছেলে সোহাগ মিয়া (২৫)।এরআগে গত বুধবার ওই শিশুর বাবা ইনাতগঞ্জ আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা আল-আমিন বাদী হয়ে ,
গ্রেপ্তারকৃত ওই তিনজনের নামে জগন্নাথপুর থানায় অপহরণ মামলা দায়ের করেন।মামলা সূত্রে জানা গেছে, গত সোমবার (৭ অক্টোবর) শিশুটি তার খেলার সাথীদের সঙ্গে বাড়ির পাশে আলীগঞ্জ সেতুতে খেলাধুলা করতে যায়।
ওই সময় অভিযুক্তরা ব্যাটারিচালিত ইজিবাইক (মিশুক) যোগে নৌকা বাইচ দেখানো কথা বলে চার শিশুকে নিয়ে যায়। পরে নৌকা বাইচ দেখা শেষে জনি ও সোহাগ একই স্থানে তিন শিশুকে গাড়ি থেকে নামিয়ে দেন। তবে অপহৃত শিশু ও অভিযুক্ত
ছালিম উদ্দিন আর ফিরে আসেনি।ঘটনার পরদিন শিশুটির বাবা অভিযুক্ত জনি ও সোহাগকে স্থানীয় আলীগঞ্জ বাজারে তার ছেলের বিষয় জানতে চাইলে, তারা কোন উত্তর দেননি। এ সময় স্থানীয়রা জনি এবং সোহাগকে মারধরও করেন। পরে বুধবার জগন্নাথপুর থানায় মামলা দায়ের করা হলে পুলিশ অভিযুক্তদের গ্রেপ্তার করেন।
মামলার বাদী আল-আমিন বলেন, আমার ছেলের খেলার সাথীদের কাছ থেকে জানতে পেরেছি; ছালিম উদ্দিন তার সহযোগীদের মাধ্যমে
আমার ছেলেকে ফুসলিয়ে মৌলভীবাজারে দিকে
অপহরণ করে নিয়ে গেছে।
ছেলেকে ফিরে পেতে মামলা করেছি।এ ব্যাপারে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অফিসার্স ইনচার্জ (ওসি) মোখলেছুর রহমান আকন্দ বলেন, গ্রেপ্তারের পর আসামিদের আদালতের মাধ্যমে
কারাগারে পাঠানো হয়েছে।
শিশুটিকে উদ্ধারে আসামিদের বিরুদ্ধে আদালতে ৭ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে ।