today visitors: 5073432

জগন্নাথপুরে সেনা অভিযানে ৪ কেজি গাঁজা সহ ৩ মাদক ব্যবসায়ী আটক ————–

শাহ্ ফুজায়েল আহমদ
( উপজেলা প্রতিনিধি জগন্নাথপুর )

সুনামগঞ্জের জগন্নাথপুরে সেনাবাহিনীর অভিযানে ৪ কেজি ৫০ গ্রাম গাঁজা ও মহিলা সহ ৩ জনকে আটক করা হয়েছে।
এ সময় গাঁজার জীবন্ত একটি গাছ উদ্ধার করা হয়।
আজ বুধবার (৯ অক্টোবর) সকালে গোপন সংবাদের ভিত্তিতে জগন্নাথপুর উপজেলায় দায়িত্বরত আর্মি ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন শোয়েব এর নেতৃত্বে আর্মি ক্যাম্পের ওয়ারেন্ট অফিসার মোঃ মঈন, থানার এস আই ইসমাইল মিয়া সহ সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা যৌথভাবে উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের গন্ধর্বপুর গ্রামে অভিযান পরিচালনা করে।
অভিযানে গ্রামের মোঃ আতা উল্লাহ (৬০), ও তার স্ত্রী রেণু বেগম (৫৫)কে আটক করে।
এ সময় তাদের হেফাজত থেকে ১৫০ গ্রাম গাঁজা ও একটি জীবন্ত তাজা গাঁজা গাছ উদ্ধার করা হয়।
তাদের দেয়া তথ্যমতে একই উপজেলার মেঘারকান্দি গ্রামে অভিযান চালিয়ে গ্রামের গাঁজা ব্যবসায়ী শচীন্দ্র চন্দ্র দাসকে আটক করা হলে তার হেফাজতে থাকা ৩ কেজি ৯’শ গ্রাম গাঁজা উদ্ধার করে জগন্নাথপুর সেনা ক্যাম্পে নিয়ে আসা হয়।

তাদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে মাদকদ্রব্য সহ জগন্নাথপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ মোখলেছুর রহমান আকন্দ মুঠোফোনে জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এরপর তাদেরকে আদালতে সোপর্দ করা হবে।

ক্যাপ্টেন শোয়েব বলেন, বাংলাদেশ সেনাবাহিনী সব সময় জনগণের পাশে থেকে শান্তি-শৃংখলা রক্ষায় কাজ করে যাচ্ছে।
তাছাড়া মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজ দমনে বাংলাদেশ সেনাবাহিনী সচেষ্ট রয়েছে বলেও তিনি জানান।