নির্বাহী সম্পাদক (প্রথম বুলেটিন) – ইমরান হক
বদলীর আদেশ প্রাপ্ত হওয়ায় পিবিআইয়ের দু্ই পুলিশ কর্মকর্তার আনুষ্ঠানিকভাবে বরণ ও বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
বদলীর আদেশ প্রাপ্ত দু্ই পুলিশ কর্মকর্তা হলেন– মো: মোস্তফা কামাল রাশেদ বিপিএম, পুলিশ সুপার পিবিআই চাঁদপুর। এ কে এম মহিউদ্দিন, সহকারী পুলিশ সুপার চট্টগ্রাম মেট্রো।
বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন চাঁদপুর জেলা প্রেসক্লাবের সভাপতি মো: শাহাদাত হোসেম শান্ত।
আজ ০৮ অক্টোবর ২০২৪ (মঙ্গলবার) সন্ধ্যা ০৭.০০ টায় পিবিআই চাঁদপুর জেলার উদ্দ্যোগে পিবিআই সম্মেলন কক্ষে পুলিশ সুপার মো: মোস্তফা কামাল রাশেদ, বিপিএম এবং সহকারী পুলিশ সুপার এ কে এম মহিউদ্দিন দ্বয়ের বদলী জনিত বরণ এবং বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
পুলিশ সুপার মো. মোস্তফা কামাল রাশেদ সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, আমি চাঁদপুরে ২২ মাস দায়িত্ব পালন করেছি। এখানে এসে কাজের মাধ্যমে পেশাগতভাবে পুলিশের সর্বোচ্চ পদকে (পিপিএম) সম্মানিত হয়েছি। আর এ ক্ষেত্রে গণমাধ্যমের ভূমিকা ছিলো অনন্য। তিনি সাংবাদিকদের উদ্দেশ্য করে বলেন, আমি আসার পর থেকেই আপনাদের সাথে আমার সব সময় যোগাযোগ ছিলো। আপনারা আমাকে নানা ঘটনার তথ্য দিয়ে পিবিআই’র কাজকে সমৃদ্ধ করেছেন। যে কারণে আমরা অনেক গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন ও আসামীদের আইনের আওতায় আনা সম্ভব হয়েছে। আশা করি যিনি এখন দায়িত্বে থাকবেন, তাঁকেও একইভাবে সহযোগিতা করবেন। পুলিশ সুপার বলেন, পিবিআই বিচার প্রার্থীদের সেবা দিয়ে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। যে কারণে জেলার অনেক উপজেলা থেকে লোকজন পিবিআই-এর কাছে এসেছে। আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা দিয়ে তাদের সহযোগিতা করেছি। আদালতের মামলা ছাড়াও সাধারণ মানুষের নানা সমস্যার বিষয়ে সরাসরি প্রায় শতাধিক অভিযোগ সমাধান করতে সক্ষম হয়েছি। আমাদের প্রত্যেক অফিসার গুরুত্ব সহকারে এ কাজগুলো করেছেন। আমাদের প্রত্যেকটি সংবাদ গণমাধ্যম তুলে ধরেছে।
নবাগত পুলিশ সুপার এ. কে.এম মহিউদ্দিন সেলিম বক্তব্যে বলেন, আমি এখানে এসে পেশাগতভাবে সাংবাদিকদের সহযোগিতার বিষয় অবগত হলাম। বিগত দিনে আপনারা যেভাবে পিবিআইকে সহযোগিতা করেছেন, আশা করি সে ধারা অব্যাহত রাখবেন। আপনাদের সহযোগিতায় আমিও বিচারপ্রার্থীদের সেবা দিতে চেষ্টা করবো।
চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি শাহাদাত হোসেন শান্ত বক্তব্যে বলেন, পিবিআই চাঁদপুর জেলায় কাজের মাধ্যমে সাধারণ মানুষের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। আমি নিজেও সেবা প্রার্থী হিসেবে সহযোগিতা পেয়েছি। বিদায়ী পুলিশ সুপার একজন দক্ষ এবং কাজের প্রতি আন্তরিক কর্মকর্তা ছিলেন। তিনি যেখানেই যাবেন অবশ্যই ভাল করবেন। বর্তমান পরিস্থিতিতে পিবিআই অবশ্যই মামলাগুলো তদন্তের ক্ষেত্রে আরো শক্তিশালী ভূমিকা রাখবেন। কারণ আমাদের জেলায় এখন অপরাধমূলক কাজ বেড়েছে।
উল্লেখ্য, মো: মোস্তফা কামাল রাশেদ বিপিএম, পুলিশ সুপার পিবিআই চাঁদপুর থেকে বদলি হয়ে নারায়ণগঞ্জ জেলা পিবিআই-তে যোগদান করবেন।
কে এম মহিউদ্দিন, সহকারী পুলিশ সুপার চট্টগ্রাম মেট্রো থেকে বদলি হয়ে চাঁদপুর জেলা পিবিআইতে পুলিশ সুপার হয়ে যোগদান করেছেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, দৈনিক আলোকিত চাঁদপুরের সম্পাদক ও প্রকাশক মো: জাকির হোসেন, বিডিসিএন২৪ এর সম্পাদক সহ-অধ্যাপক শেখ মহসিন, একুশে টেলিভিশনের চাঁদপুর জেলার প্রতিনিধি মো: নেয়ামত উল্লাহ, জাতীয় দৈনিক জনবানীর জেলা প্রতিনিধি মো: মিজান লিটন, জাতীয় দৈনিক বাংলাদেশের আলোর জেলা প্রতিনিধি সাইদ হোসেন অপু।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, চাঁদপুর জেলার সকল জাতীয় দৈনিক পত্রিকার ও চাঁদপুর জেলার দৈনিক পত্রিকার এবং বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ ।