today visitors: 5073432

বনগাঁও ষোলঘর ছাত্র পরিষদের উদ্যোগে পুরষ্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন —

শাহ্ ফুজায়েল আহমদ
( উপজেলা প্রতিনিধি জগন্নাথপুর সুনামগঞ্জ )

সুনামগঞ্জের জগন্নাথপুরের পাঠলী ইউনিয়নের বনগাঁও ষোলঘর ছাত্র পরিষদ এর উদ্যোগে ২৪ নং বনগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাসিক সর্বোচ্চ উপস্থিতি ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

আজ ৬ই অক্টোবর রোজ রবিবার সকাল ১১ ঘটিকায় ২৪ নং বনগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সংগঠনের সভাপতি নবীর হোসাইন এর সভাপতিত্বে ও সহ-সাধারণ সম্পাদক শাহিন আহমদ এর সঞ্চালনায় অনুষ্ঠানটি সম্পন্ন হয়।অনুষ্টানে প্রাক প্রাথমিক শ্রেণি থেকে পঞ্চম শ্রেনি পর্যন্ত ৩ টি গ্রুপে বিভক্ত করে ছড়া, আবৃত্তি ও দেশাত্মবোধক গান প্রতিযোগীতা অনুষ্ঠিত হয় এবং প্রত্যেক ক্যাটাগরিতে বিজয়ী তিন জনকে পুরষ্কৃত করা হয়। এছাড়া সেপ্টেম্বর মাসে প্রত্যেক ক্লাসে সর্বোচ্চ উপস্থিত হওয়া ১৪ জন ছাত্রছাত্রীকে সেরা উপস্থিতি পুরুষ্কার প্রদান করা হয়।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বনগাঁও ষোলঘর ছাত্র পরিষদ এর সভাপতি নবীর হোসাইন, অন্যতম উপদেষ্টা আলিম উদ্দিন ও আবু নাসির, ম্যানেজিং কমিটির প্রাক্তন সভাপতি ইমদাদুল হক বাবুল, সদস্য আরজু মিয়া, গ্রামের সালিশি ব্যক্তিত্ব সমরাজ মিয়া।
এ সময় উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা মমতাজ বেগম, খন্ডকালীন শিক্ষিকা রিমা বেগম, ম্যানেজিং কমিটির সহ সভাপতি হাবিবুর রহমান হবিবুল, অভিভাবক রুমেল মিয়া, সংগঠনের ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মামুন হোসেন, সদস্য রায়হান আহমদ, আসাদ আহমদ রাহি, শামসুদ্দিন আহমদ রেজাসহ আরো অনেকে।

অনুষ্টান শেষে অতিথিবৃন্দ বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরষ্কার তুলে দেন এবং অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোছা: জিরিনা বেগম সংগঠনের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং ছাত্রছাত্রী ও অভিবাবকদের প্রতি বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য রেখে অনুষ্টানের সমাপ্তি ঘোষনা করেন।