মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জে সংবেদনশীল ও অসাম্প্রদায়িক সমাজ গঠনে যুব নেতৃত্ব এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার বিষয়ক যুব ফোরামের দক্ষতা বৃদ্ধির লক্ষে ৩ দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। তিনদিনব্যাপী প্রশিক্ষণের সোমবার সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণার্থীদের হাতে সার্টিফিকেট ও ব্যাগ তুলেদেন চাঁপাইনবাবগঞ্জ যুব উন্নয়ন এর উপপরিচালক আব্দুল মান্নান। প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন আস্থা প্রকল্পের ক্লাস্টার কো-অর্ডিনেটর এস এম মহিউদ্দিন মইন। চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবে আস্থা প্রকল্পের সহযোগিতায় ডেমোক্রেসী ওয়াচ এর বাস্তবায়নে নাচোল উপজেলার ৩০ জন যুবদের বিভিন্ন বিষয়ে ৩ দিনব্যাপী প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন আস্থা প্রকল্পের জেলা সম্মন্বয়ক রেজাউল করিম, সিনিয়র ফিল্ড অফিসার আরিফা খাতুন সহ নাচোল উপজেলা হতে আগত ৩০ জন প্রশিক্ষার্থী।