today visitors: 5073432

গাইবান্ধা থেকে ফেন্সিডিল সহ ০১(এক) জন কুখ্যাত নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে র‍্যাব-১৩

মাসুম পারভেজ, নিজস্ব প্রতিবেদকঃ

বাংলাদেশ আমার অহংকার এই মূলমন্ত্রকে সামনে রেখে এলিট ফোর্স র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন হত্যা, ধর্ষণ, রাহাজানিসহ মারাত্মক সব সামাজিক অপরাধের রিরুদ্ধে নিয়মিত অভিযান করে আসছে।

র‍্যাবের চলমান মাদকবিরোধী অভিযানের ধারাবাহিকতায় ইং ০৬/১০/২০২৪ তারিখ ১৩.৩০ ঘটিকার সময় সিপিসি-০৩, র‍্যাব-১৩, রংপুর এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে গাইবান্ধা জেলার গাইবান্ধা সদর থানাধীন কুঠিপাড়া (বাঁশবাড়ি) এলাকার জনৈক প্লাবন মিয়ার বসত বাড়ী হইতে ১৪৯ (একশত উনপঞ্চাশ) বোতল অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল জব্দসহ ০১(এক) জন কুখ্যাত মাদক কারবারী মীম (২০), পিতা-মোঃ মনজুর রহমান মমিজুল, স্বামী-মোঃ সাদিকুল ইসলাম, সাং-কুঠিপাড়া (বাঁশবাড়ি), গাইবান্ধা পৌর ০৯নং ওয়ার্ড, থানা-গাইবান্ধা সদর, জেলা-গাইবান্ধাকে আটক করেন এবং অপর আসামী মোঃ প্লাবন মিয়া (৩৬), পিতা-মোঃ আলম মিয়া, সাং-সবুজপাড়া, গাইবান্ধা পৌর ০৮নং ওয়ার্ড, খানা-গাইবান্ধা সদর, জেলা-গাইবান্ধা সুকৌশলে পালিয়ে যায়।

গ্রেফতারকৃত আসামী ও পলাতক আসামীর বিরুদ্ধে গাইবান্ধা জেলার সদর থানায় র‍্যাব বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করেছে এবং ধৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।