today visitors: 5073432

সন্দ্বীপে সাঁতার প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ।

মাহমুদ মান্না
সন্দ্বীপ প্রতিনিধি।

সাঁতার শিখুন সুরক্ষিত থাকুন এ প্রতিপাদ্য নিয়ে সন্দ্বীপ উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা
ক্রীড়া সংস্থার সহযোগিতায় সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

৫ অক্টোবর শনিবার সকাল ১১ টায় উপজেলা পরিষদের কম্পাউন্ড পুকুরে এ সাঁতার প্রতিযোগিতার আয়োজন করে।

শুধু বালকদের দু’টি বড় (৯ম-১০ম শ্রেণি) ও মধ্যম (৬ষ্ঠ-৮ম শ্রেণি) গ্রুপে ৪টি ইভেন্টে ৫০ মিটার করে বুক সাঁতার এবং ১০০ মিটারের মুক্ত সাধারণ সাঁতারের এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে সদর উপজেলার ২৫ টি শিক্ষাপ্রতিষ্ঠানের ১৫০ জন সাঁতারু অংশগ্রহণ করে। প্রতিযোগিতা শেষে প্রতিটি গ্রুপ ও ইভেন্টের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের পুরস্কার প্রদান করা হয়।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সদর ইউএনও রিগ্যান চাকমা বলেন সুস্থ দেহ, সুন্দর মন, ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল। প্রতিবছর সাতাঁর না জানার ফলে দেশে সতেরো হাজার শিশু মৃত্যু বরন করে, যা গড় ৪৬ জন, সুস্থভাবে জীবনযাপন করতে হলে খেলাধুলার বিকল্প নেই। লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীদের খেলাধুলাও করতে হবে।

উপজেলা শিক্ষা অফিসার খোরশেদ আলমেন সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন ও পুরস্কার প্রদান করেন উপজেলা এলজিইডি প্রকৌশলী আবদুল আলীম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ও ক্রিড়া সংস্থার সদস্য সচিব মোহাম্মদ আনোয়ার হোসেন, উপজেলা ক্রিড়া সংস্থার সদস্য ও প্রেস ক্লাব সেক্রেটারি ওমর ফয়সাল, বাংলাদেশ প্রেস ক্লাব সন্দ্বীপ উপজেলা শাখার সভাপতি ইলিয়াছ সুমন, প্রধান শিক্ষক দিদারুল, দিদার হোসেন, আমিনুর রসুল প্রমুখ।

অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, ক্রীড়া শিক্ষক, সাঁতার প্রশিক্ষক, শিক্ষাথী, অভিভাবক, ক্রীড়া সংগঠকরা ছাড়াও ক্ষুদে সাঁতারুরা উপস্থিত ছিলেন।