today visitors: 5073432

খাগড়াছড়িতে ছাত্রী ধর্ষণের প্রতিবাদে তীব্র নিন্দা দুই নারী সংগঠনের

এস চাঙমা সত্যজিৎ
স্টাফ রিপোর্টারঃ

খাগড়াছড়িতে সোহেল রানা নামের দাগী লম্পটের হাতে এক ছাত্রী ধর্ষণকে কেন্দ্র করে সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানো, দোকানপাট পুড়ে দেওয়া ও গুরুতর জখম-হতাহতের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে হিল উইমেন্স ফেডারেশন (এইচডব্লিউএফ), পার্বত্য চট্টগ্রাম নারী সংঘ।

আজ মঙ্গলবার ১ অক্টোবর ২০২৪ হিল উইমেন্স ফেডারেশনের সভাপতি নীতি চাকমা ও পার্বত্য চট্টগ্রাম নারী সংঘের সভাপতি কণিকা দেওয়ান সংবাদ মাধ্যমে দেয়া এক যৌথ বিবৃতিতে বলেছেন, খাগড়াছড়িতে আজকের ঘটনার জন্য প্রশাসন কোন অবস্থাতেই দায় এড়াতে পারে না ।

বিবৃতিতে নেত্রীদ্বয় বলেন, খাগড়াছড়ি সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের সাধারণ শিক্ষার্থীরা গেল ৫ সেপ্টেম্বর ধর্ষক সোহেল রানাকে খাগড়াছড়ি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে পুনঃনিয়োগের প্রতিবাদ জানিয়ে মিছিল করে। ইতিপূর্বে কুষ্টিয়ায় থাকাকালে তার বিরুদ্ধে ছাত্রীদের গুরুতর অভিযোগ ছিল, সাজাস্বরূপ তাকে বদলী করা হয়। ২৫ ফেব্রুয়ারি ২০২১ সালে খাগড়াছড়ি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে সোহেল রানা এক ছাত্রীকে ধর্ষণের চেষ্টা করলে সাধারণ শিক্ষার্থীদের (পাহাড়ি-বাঙালি) প্রবল প্রতিবাদের মুখে তার সাজা হয়। পরে সাজামুক্ত হয়ে একই প্রতিষ্ঠানে খাগড়াছড়ি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে পুনঃনিয়োগ লাভ করলে তার প্রতিবাদে আবারও সাধারণ শিক্ষার্থীরা ডিসি বরাবর স্মারকলিপি দেয়। তা সত্ত্বেও তাকে পুনঃনিয়োগ দেয়া হয়।

খাগড়াছড়িতে আজ ১ অক্টোবর প্রথম দিকে দাগী লম্পট সোহেল রানার ছাত্রী ধর্ষণের বিরুদ্ধে পাহাড়ি-বাঙালি সাধারণ শিক্ষার্থীরা ঐক্যবদ্ধ প্রতিবাদ জানিয়েছে, তাদের মধ্যে কোন সাম্প্রদায়িক বিভেদও কাজ করেনি বলে নারী নেত্রীদ্বয় বিবৃতিতে উল্লেখ করেছেন।

বিবৃতিতে নারী নেত্রীদ্বয় সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর সাথে সেনা মোতায়েনের সম্পর্ক রয়েছে বলে অভিযোগ করেছেন।

এস চাঙমা সত্যজিৎ
স্টাফ রিপোর্টার প্রথম বুলেটিন।