today visitors: 5073432

দোহার-নবাবগঞ্জ থানায় হত্যাচেষ্টা মামলায় ৭ দিনের রিমান্ডে সালমান এফ রহমান

ঢাকা দোহার প্রতিনিধি

ঢাকা জেলার নবাবগঞ্জ ও দোহার থানায় করা পৃথক দুটি হত্যাচেষ্টার মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান রহমানকে মোট সাত দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দিয়েছেন আদালত।
ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (সিজেএম) আদালতের ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম আজ বুধবার সকালে এ আদেশ দেন। সালমান এফ রহমান ঢাকা-১ (দোহার-নবাবগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য।
এ নিয়ে পৃথক ছয়টি মামলায় সালমান এফ রহমানের ৩৭ দিনের রিমান্ড মঞ্জুর করলেন আদালত।সালমান এফ রহমানকে কারাগার থেকে আজ সকাল ৭টার পর আদালতে হাজির করা হয়। এরপর নবাবগঞ্জ ও দোহার থানায় করা পৃথক হত্যাচেষ্টার মামলায় ৭ দিন করে ১৪ দিন রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়।
অপর দিকে সালমান এফ রহমানের পক্ষের আইনজীবীরা তাঁর রিমান্ডের আবেদন নামঞ্জুর করার আরজি জানান। তাঁরা জামিনের আবেদন করেন।
উভয় পক্ষের শুনানি নিয়ে আদালত সালমান এফ রহমানকে দোহার থানার মামলায় তিন দিন এবং নবাবগঞ্জ থানার মামলায় চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।মামলার কাগজপত্রের তথ্য অনুযায়ী, ছাত্র-জনতা