today visitors: 5073432

শ্রীপুরে হাইওয়ে পুলিশের ভরসা একটি গাড়ি

অংশের আশপাশে অন্তত ৮০ কিলোমিটার মহাসড়ক হাইওয়ে থানা পুলিশী কার্যক্রমের অংশ হিসাবে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও যানজট নিয়ন্ত্রণ করে থাকেন। এদিকে মাওনা হাইওয়ে থানা,সালনা হাইওয়ে থানা ও নাওজোর হাইওয়ে থানা এলাকা গাজীপুরে অংশ। এখানে প্রায় ৪৫কিলোমিটার সড়কপথ তারা দেখভাল করেন।

৪ পুলিশ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে৪ পুলিশ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে স্থানীয়রা জানান, মহাসড়কে অবৈধ অটোরিকশার আধিপত্য বেড়েছে। নিয়মিত যানজট লেগে থাকে মহাসড়কের বিভিন্ন পয়েন্টে। মহাসড়কে একটা বিশৃঙ্খল অবস্থা বিরাজ করছে। হাইওয়ে পুলিশ নিয়মিত না হওয়ায় এ বিশৃঙ্খলা বাড়ছেই। তাদের দাবি খুব দ্রুত সময়ের মধ্যে মহসড়কে হাইওয়ে পুলিশের নিয়মিত কার্যক্রম জোরদার করা দরকার।

ময়মসিনংহ থেকে আসা তানভীর আলম বলেন, অনেক সময় ভোরে ঢাকার দিকে যাওয়ার সময় মহাসড়কের বিভিন্ন স্থানে লাঠিহাতে বেশ কিছু উশৃঙ্খল যুবকদের দেখা মেলে। মনে হয় তারা নানা অপরাধ করে মহাসড়কে। আগে ভোরে হাইওয়ে পুলিশ থাকলেও এখন পুলিশ চোখে পরে না। এতে সাধারণ মানুষ ভয়ে থাকেন মহাসড়কে চলতে । পুলিশের টহল বাড়ানো জরুরি।

চার দেশের ৬ শহরে বাড়ি করেছেন অ্যাডিশনাল ডিআইজি প্রলয় কুমার চার দেশের ৬ শহরে বাড়ি করেছেন অ্যাডিশনাল ডিআইজি প্রলয় কুমার
মাওনা হাইওয়ে থানার ওসি মাহবুব মোর্শেদ দেশ বলেন, আমরা একটি ভাড়া বাসা নিয়ে মাওনা হাইওয়ে থানা পুলিশের কার্যক্রম করছি। এক মাস হলো ভাড়া বাসায় উঠেছি অফিস নিয়ে। এরই মধ্যে আমাদের সব পুলিশ সদস্য কাজে যোগ দিয়েছে। আমাদের একটি রেকার ও একটি গাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে। নানা সংকট নিয়েই কাজ করছি। এখন একটি গাড়ি দিয়ে কাজ চালাচ্ছি কোনো মতে। একটি গাড়িই আমাদের ভরসা।

তিনি আরও বলেন, আমাদের হাইওয়ে থানা ভবন, ফাঁড়ি অফিস ও পুলিশ বক্সগুলোর পুর্ননির্মাণ কাজের জন্য টেন্ডার আহ্বান করা হবে। পরে নির্মাণ কাজ শুরু হবে। এটি করতে সময় লাগবে। তবে নিয়মিত মহাসড়কে হাইওয়ে পুলিশ কাজ করছে ও কোনো অপরাধ পেলে মামলা দায়ের করছে।

ঘুষ ও চাঁদাবাজি বন্ধে কঠোর পদক্ষেপ গ্রহণের আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টারঘুষ ও চাঁদাবাজি বন্ধে কঠোর পদক্ষেপ গ্রহণের আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার
গাজীপুর হাইওয়ে পুলিশের রিজওনাল এসপি (অতিরিক্ত) সীমা রানী সরকার বলেন, নানা সংকট আর প্রতিবন্ধকতা নিয়ে হাইওয়ে পুলিশ কাজ করছে। আশা করি খুব দ্রুত সংকটগুলো কেটে যাবে। তাতে মানুষ আরও ভাল সেবা পাবে আমাদের কাছ থেকে। পুলিশ জনতার বন্ধু এটি প্রতিষ্ঠিত করতে আমরা বদ্ধপরিকর।