today visitors: 5073432

ভারতে মহানবী (সা.) কে নিয়ে কটূক্তির প্রতিবাদে শিবচরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

রাকিবুল হাসান(রকি)
শিবচর, প্রতিনিধি

ভারতের হিন্দু পুরোহিত রামগিরি মহারাজ কর্তৃক মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তি ও ধর্মীয় অনুভূতিতে আঘাত ও বিজেপি নিতা নিতেশ নারায়ণ সমর্থন করার প্রতিবাদে মাদারীপুরের শিবচরে ওলামা ঐক্য পরিষদের আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৯ সেপ্টেম্বর) সকাল ১০ টায় শিবচর উপজেলা সড়ক ৭১ চত্বর থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক পদক্ষিণ করে শিবচর কেন্দ্রীয় জামে মসজিদ এসে শেষ হয়।
পরে অনুষ্ঠিত হয় সমাবেশ। সমাবেশের প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ফরায়জী আন্দোলনের সভাপতি আলহাজ্ব হযরত মাওলানা আব্দুল্লাহ মোহাম্মদ হাসান পীর সাহেব বাহাদুরপুর। সমাবেশে আরো বক্তব্য রাখেন শিবচর জামিয়া মুহাম্মাদিয়া শামসুল উলূম কওমি মাদ্রাসা মুহতামিম আলহাজ্ব হযরত মাওলানা আকরাম হুসাইন সাহেব, তালুকদার কান্দি মাদ্রাসা মুহতামিম আলহাজ্ব হযরত মাওলানা শাহ আলম তালুকদার, জামিয়াতুস সুন্নাহ মাদ্রাসা মুহতামিম ও শাইখুল হাদিস মাওলানা নেয়ামাতুল্লাহ আল ফরিদী, এমদাদুল উলুম কওমি মাদ্রাসা মুহতামিম মাওলানা নাসির উদ্দীন মোল্লাসহ অনেকেই।

সমাবেশে বিভিন্ন অঙ্গনের নেতারা বলেন, ভারতে মহানবী (সা.) কে নিয়ে কটূক্তিকারীদের ফাঁসি চাই। আমাদের নবীকে অপমান মেনে নেবো না। অতিদ্রুত কটূক্তিকারীদের গ্রেফতার করতে হবে। আজ আমরা প্রতিবাদ করছি, কাল দেশের প্রতিটি ধর্মপ্রাণ মুসলমান কটূক্তির প্রতিবাদ করবে।

অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি জানিয়ে তারা বলেন, আপনারা ক্ষমতায় আছেন, আপনাদের রাষ্ট্রীয়ভাবে নিন্দা প্রকাশ করতে হবে। ভারতের বিরুদ্ধে রাষ্ট্রীয় প্রতিবাদ জানাতে হবে।