today visitors: 5073432

যারা তারেক রহমানের নির্দেশ মানেনা,তারা বিএনপির কেউনা , এরা আওয়ামীলীগের প্রেতাত্তা— জননেতা খালেক হাওলাদার

দদবিশেষ প্রতিনিধি : মাহামুদুল হাসান ফরিদ।

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক ১নং সহসভাপতি ও ময়মনসিংহ বিভাগ সাংগঠনিক টিমের প্রধান জননেতা আঃ খালেক হাওলাদার ফ্যাসিষ্ট হাসিনার পতনের পর নিজ এলাকায় আসলে এলাকাবাসীর ফুলেল শুভেচ্ছার জবাবে তিনি এ কথা বলেন। শনিবার ২৮ সেপ্টেম্বর লঞ্চযোগে ঢাকা থেকে দুপুর সাড়ে ১২ টায় মেহেন্দিগঞ্জ উপজেলার উলানিয়া লঞ্চঘাটে পৌঁছলে হাজার হাজার নেতা-কর্মী সমর্থকরা তাকে লঞ্চঘাটে অভ্যর্থনা জানান। পরে উলানিয়া অগ্রনী ব্যাংক চত্বরে এক পথসভা অনুষ্ঠিত হয়। এর আগে লঞ্চঘাট থেকে বিশাল এক আনন্দ মিছিল তার নেতৃত্বে বের হয়ে উলানিয়া বাজার প্রদক্ষিন করেন। জাতীয়তাবাদী যুবদলে কেন্দ্রীয় কমিটির সদ্য সাবেক ১নং সহ-সভাপতি আবদুল খালেক হাওলাদার প্রধান অতিথির বক্তব্যে বলেন, যারা বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, আগামির রাষ্টনায়ক তারেক জিয়া ও কেন্দ্রিয় বিএনপির নির্দেশ মানেনা,তারা বিএনপি পরিবারের কেউনা। এরা ফ্যাসিষ্ট আওয়ামীলীগের প্রেতাত্তা। গত ৫ আগষ্ট বৈষম্য বিরোধী ছাত্র জনতার অভ্যুথানের মাধ্যমে বিগত ফ্যাসিষ্ট আওয়ামীলীগের এমপি মন্ত্রীসহ সাঙ্গ পাঙ্গরা এলাকা ছাড়া হলেও তাদের প্রেতাত্তা বিএনপির একটি ক্ষুদ্র অংশের ঘারে ওঠে বসেছে। এরাই বিএনপির কিছু লোভীদের সাথে মিশে মেহেন্দিগঞ্জ হিজলার বিভিন্ন বাসা বাড়িতে হামলা লুটতরাজসহ মাছঘাট,লঞ্চঘাট,খেয়াঘাট দখল করে নেবার সংবাদ পত্রিকা ও এলাকাবাসী সূত্রে জানতে পেরেছি। উলানিয়াও এদের হাত থেকে রক্ষা পায়নি। যারা এই কাজে লিপ্ত হয়েছে তারা বিএনপির কর্মী হবার যোগ্যতা হারিয়েছে। এদের বিরুদ্ধে অচিরেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান ব্যবস্থা নিবেন। আরো বক্তব্য রাখেন, দক্ষিন উলানিয়া ইউনিয়ন বিএনপির চেয়ারম্যান প্রার্থী মোশারেফ হোসেন মুশু, বরিশাল উত্তর জেলা যুবদলের যুগ্ন- আহবায়ক আবু তাহের রিয়াজ, মেহেন্দিগঞ্জ পৌর যুবদলের সদস্য সচিব আমজাদ হোসেন পেদ্দার, উলানিয়া ইউনিয়ন যুবদলের সাধারন সম্পাদক আসাদুজ্জামান আজাদ, চানপুর ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক জুয়েল রাড়ী প্রমুখ। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মেহেন্দিগঞ্জ উপজেলা তাতী দলের আহবায়ক হুমায়ূন কবীর উড়ি, উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা সৈয়দ মিরাজুল ইসলাম, চানপুর ইউনিয়ন বিএনপি নেতা সালাম রাড়ী, সিজানুর রহমান, ইউনুস মাতব্বর, আনু বেপারী, আঃ মন্নান সরদার,,মহসিন খান, উলানিয়া ইউনিয়ন বিএনপি নেতা নুর মোহাম্মদ সরদার, রফিকুল ইসলাম বলি, উলানিয়া ইউনিয়ন যুবদল নেতা কাজী মারুফ,মাইদুল ইসলাম, চানপুর ইউনিয়ন যুবদল নেতা আবুল হোসেন তালুকদার, সবুজ ঢালী,ফয়সাল উদ্দিন নান্নু, সাইফুল ইসলাম তেওয়ান, বাহাউদ্দীন সিকদার, মহিউদ্দিন রাড়ী। গোবিন্দপুর ইউনিয়ন যুবদল নেতা খোরশেদ বেগ,উলানিয়া ইউনিয়ন শ্রমিকদল নেতা শাহাবুদ্দিন কবিরাজ, চানপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল নেতা রিয়াজ মাতব্বরসহ বিপুল সংখ্যক নেতাকর্মী সমর্থক উপস্থিত ছিলেন।