মোঃ সিহাবুল আলম সম্রাট, রাজশাহী
আজ (২৩ সেপ্টেম্বর) সোমবার সকাল ১১টায় পুঠিয়া উপজেলার শিবপুর হাট’এ সেচ্ছাসেবী ফাউন্ডেশন “হিলফুল ফুজুল” এর বৃক্ষ রোপন কর্মসূচি ও সেমিনার অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার জানাব এ.কে.এম. নুর হোসেন নির্ঝর। ও বিশেষ অতিথি হিসাবে ছিলেন পবা হাইওয়ে থানা অফিসার ইনচার্জ মোফাক্কারুল।
শিবপুর হাট জায়গির পাড়া নুরনী হাফেজিয়া মাদ্রাসার শিক্ষার্থী আবদুল্লাহর কন্ঠে পবিত্র কুরআন থেকে তেলওয়াত এর মাধ্যমে মূল অনুষ্ঠান শুরু হয়।
শুরুতে বক্তব্য রাখেন “হিলফুল ফুজুল” সেচ্ছাসেবী ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা ও পরিচালক মো: সাঈদ হাসান।
বক্তব্য রাখেন বানেশ্বর “সেবা ফাউন্ডেশন” এর সদস্য মো: রবিউল আওয়াল আকাশ। আরো বক্তব্য রাখেন, শিবপুর হাট জায়গির পাড়া নুরনী হাফেজিয়া মাদ্রাসার শিক্ষক নাজমুল হোসেন ও ইমাম সাহেব, দুর্গাপুর হাফেজিয়া মাদ্রাসার প্রিন্সিপাল মুসা মিয়া, শামিম হোসেন সহ এলাকার গন্যমান্য ব্যক্তি বর্গ।
এসময় প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার জানাব এ.কে.এম. নুর হোসেন নির্ঝর তার বক্তব্যে বলেন, এই সংগঠনটি মহানবী হজরত মুহাম্মদ (সাঃ) এর সময় কাল থেকেই প্রচলিত। এটা একটি সেচছাসেবী সংগঠন, তাই সংগঠনের কর্মীরা যেন কোন রুপ অপকর্মে সাথে জড়িত না হয় সেই দিকেও লক্ষ রাখার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।
এছাড়াও তিনি বলেন,সংগঠনটিকে আইনের মধ্যে থেকে সব রকম সহযোগিতার কথা উল্লেখ করেন।
আলোচনা সভা শেষে শিবপুর হাট মার্কেটের সামনে বনজ ও ঔষাধি গাছের চারা রোপন এর মাধ্যমে অনুষ্ঠান টি সমাপ্ত করা হয়।