লায়ন রাকেশ কুমার ঘোষ
(স্টাফ রিপোর্টার)
আখাউড়া থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে গত ২৪ ঘন্টায় থানা এলাকায় মাদক উদ্ধার অভিযান পরিচালনাকালে মাদকদ্রব্য ৪ হাজার) পিচ ইয়াবা ট্যাবলেট সহ ১ জন আসামীকে গ্রেফতার করা হয়।
ব্রাহ্মণবাড়িয়া জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ জাবেদুর রহমান মহোদয়ের নির্দেশে, সহকারী পুলিশ সুপার জনাব মোঃ দেলোয়ার হোসেন, কসবা সার্কেল মহোদয়ের দিক-নির্দেশনায় এবং আখাউড়া থানার অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ আবুল হাসিম এর সার্বিক তত্ত্বাবধানে আখাউড়া থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা করা হয়।
ব্রাহ্মণবাড়িয়া আখাউড়ায় পুলিশের অভিযানকালে এস.আই(নিরস্ত্র) মোবারক আলম সঙ্গীয় অফিসার এস.আই(নিরস্ত্র) মোঃ মশিউর রহমান, এ.এস.আই(নিরস্ত্র) রনি বড়ুয়া ও সঙ্গীয় ফোর্স সহ একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে ইং-২৩/০৯/২০২৪ তারিখে, রাত ০৮.৫০ ঘটিকার সময় আখাউড়া থানাধীন ১নং মনিয়ন্দ ইউপিস্থ, তুলাইশিমুল আব্দুল কুদ্দুস, পিতা-মৃত ছমির উদ্দিন এর মোয়াজ জেনারেল ষ্টোর দোকানের সামনে পাকা রাস্তার উপর হইতে মাদকদ্রব্য ৪ হাজার) পিচ ইয়াবা ট্যাবলেট সহ মোঃ রুবেল ভূইয়া(২৮), পিতা-লিটন ভূইয়া, মাতা-মৃত রুমা বেগম, সাং-মিনারকোট(আনন্দবাজারের সাথে উত্তর মিনারকোট), ইউপি-মনিয়ন্দ, থানা-আখাউড়া, জেলা-ব্রাহ্মণবাড়িয়া। আসামি রুবেলকে হাতে নাতে গ্রেফতার করা হয়।
আখাউড়া থানা অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ আবুল হাসিম জানান, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আখাউড়া থানায় নিয়মিত মাদক মামলা রুজু করা হয়েছে। ইতিপূর্বেও গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে ৩টি মাদক মামলা রহিয়াছে। এবং আসামীকে রুবেলকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।