today visitors: 5073432

প্রাথমিক শিক্ষা পদকে হোমনা উপজেলায় শ্রেষ্ঠ হলেন যারা

মো:হাফিজুল, হোমনা( কুমিল্লা প্রতিনিধি।

প্রাথমিক শিক্ষা পদক-২০২৪ উপলক্ষে কুমিল্লা জেলার হোমনা উপজেলায় বিভিন্ন ক্যাটাগরিতে প্রাথমিক শিক্ষা ক্ষেত্রে কৃতিত্ব এবং বিশেষ অবদান রাখায় শ্রেষ্ঠদের মনোনীত করা হয়েছে।
হোমনা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ক্ষেমালিকা চাকমা ও উপজেলা শিক্ষা অফিসার নাহার সুলতানার যৌথ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

উপজেলা যাচাই-বাছাই কমিটির সভায় শ্রেষ্ঠ বিদ্যালয় মনোনীত হয়েছেন কৃষ্ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, উপজেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছেন (পুরুষ) রামকৃষ্ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আনোয়ার সাদাত, মহিলা) কলাগাছিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জলি বেগম।

উপজেলার শ্রেষ্ঠ সহকারী শিক্ষক (পুরুষ) বড় ঘাগুটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. কাজল মিয়া, উপজেলা শ্রেষ্ঠ সহকারী শিক্ষিক (মহিলা) হোমনা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাহমুদা আক্তার ও শ্রেষ্ঠ কাব শিক্ষক অনন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো. আবুল খায়ের।

হোমনা উপজেলা নির্বাহী অফিসার ও প্রাথমিক শিক্ষা পদক কমিটির সভাপতি ক্ষেমালিকা চাকমা জানান, সঠিকভাবে যাচাই-বাছাই’র মাধ্যমে দক্ষতার ভিত্তিতে সবাইকে মনোনীত করা হয়েছে। এ পদক প্রদানে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি মনে করি।