মোঃ জিয়াউল হক বারহাট্টা (নেত্রকোণা) প্রতিনিধি
নেত্রকোণার বারহাট্টায় ধর্মীয় যাথাযথ ভাব-গাম্ভির্যের মধ্যদিয়ে সোমবার ঈদ-ই-মিলাদুন্নবী পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও বিাভন্ন প্রতিষ্ঠানের পক্ষ হতে বিস্তারিত কর্মসূচি গ্রহণ করা হয়।
দিবসটি উপলক্ষে সকাল ১১টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা ও দোয় মাহফিল অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার ফারজানা আক্তার ববির সভাপতিত্ব ও ইসণামিক ফাউন্ডেশান বারহাট্টার ফিল্ড সুপারইজার মাওলানা আব্দুর রাজ্জাকের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বারহাট্টা থানার অফিসার ইন-চার্জ (তদন্ত) মোঃ জাঙ্গির আলম, উপজেলা প্রপাণীসম্পদ কর্মকর্তা মোঃ শিহাব উদ্দিন, বারহাট্টা প্রেসক্লাবের সাধারন সম্পাদক ফেরদৌস আহমদ, আসমা-সেতু মসজিদের ইমাম মাওলানা মাহফুজ , উপজেলা মডেল মসজিদের মোজ্জিন হাফেজ মাওলানা রাকিবুল হাসান প্রমুখ বক্তব্য রাখেন। উপজেলা পরিষদ মসজিদের ইমাম মাওলানা মজিবুর রহমান বেলালী দোয়া পরিচালনা করেন। বিভিন্ন মসজিদের ইমাম, মাদ্রাসার শিক্ষক ও সরকাররি-বেসরকারি বিভিন্নদপ্তরের কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
এদিকে, পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে সকল শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনাসভা, ক্কেরাত ও কুইজ প্রতিযোগিতার আয়োজন এবং হাসপাতাল ও এতিমখানা সমূহে উন্নত খাবার পরিবেশন করা হয়।