today visitors: 5073432

ময়মনসিংহের তারাকান্দায় আহলে সুন্নাতের পবিত্র ঈদে মিলাদুন্নবী (দঃ)-এর জুলুস ও সমাবেশে হেফাজতে ইসলামের বাঁধা ও নগ্ন হামলার পরেও সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।

মোঃ আলমগীর হোসেন বিশেষ প্রতিনিধি ময়মনসিংহ ।

আজ ১৬-ই সেপ্টেম্বর, রোজ সোমবার ময়মনসিংহ জেলা আহলে সুন্নাত ওয়াল জামাআতের উদ্যোগে প্রায় চারহাজার নেতাকর্মী নিয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জশনে জুলুস তারাকান্দার অভিমুখে যাচ্ছিলো। পথিমধ্যে প্রসাশনের মারফত খবর আসে, কোদালধর বাজারে হেফাজতে ইসলাম ও ইত্তেফাকুল উলামার নেতৃত্বে একদল বিপথগামী মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা নগ্ন হামলা চালিয়েছে হালুয়াঘাটগামী মাইজভান্ডার দরবার শরীফের আশেকানদের গাড়িতে। সন্ত্রাসীরা দরবারের তিনটি বাস ভাঙচুর, লুটপাট ও অর্ধশতাধিক লোকজনকে মাথায় জখম সহ বেধড়ক মারধর করেছে।

ময়মনসিংহ জেলা ও তারাকান্দা উপজেলা প্রশাসন জানান, হেফাজতে ইসলামের নেতাকর্মীরা ধারালো অস্ত্র ও লাঠিসোটা নিয়ে তারাকান্দা ও কোদালধর বাজারে অবস্থান নিয়েছে। তাদের টার্গেট আহলে সুন্নাতের জুলুস উপর অতর্কিত‌ সন্ত্রাসী হামলা চালাবে। পুলিশের পরামর্শে আহলে সুন্নাত নেতৃবৃন্দ তাদের পাতা ফাঁদে পা দেইনি। পুলিশ প্রশাসনের সহযোগিতায় গোপালপুর, শম্ভোগঞ্জ (ময়মনসিংহ সদর) এবং কাশিগঞ্জ বাজারে ঈদে মিলাদুন্নবী (দঃ) মিছিল ও সমাবেশ সম্পন্ন করেছে। আজকে যদি কোদালধর কিংবা তারাকান্দা বাজারে জুলুসটি প্রবেশ করতো তবে রণক্ষেত্র তৈরি হতো। শতাধিক নিহত সহ হাজারো মানুষ আহত হয়ে হাসপাতালের বেডে কাতরাতো। সুন্নি জনতা শান্তিপ্রিয়, উগ্রবাদী ও অমানবিক সংগঠন নয়, তাই শান্তিপূর্ণ মিছিল ও সমাবেশ করতে চেয়েছিলো; আইনের প্রতি শ্রদ্ধা রেখে গোপালপুর পর্যন্ত আহলে সুন্নাত রেলি সীমাবদ্ধ করে।

প্রিয় নবী (দঃ)-এর প্রেমিকদের আনন্দ মিছিলে বাঁধা, মাইজভান্ডার দরবার শরীফের জুলুসের তিনটি (শালবন বাস) গাড়ি ভাঙচুর, লুটপাট ও অর্ধ শতাধিক লোকজনের উপর নগ্ন হামলা, জুলুস পন্ড করার হীন ষড়যন্ত্রের তিব্র প্রতিবাদ ও নিন্দা জানায় ময়মনসিংহ আহলে সুন্নাত ওয়াল জামাআত। দেশের স্বাভাবিক পরিস্থিতিকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য নানা রকম ষড়যন্ত্র, মাজারে হামলাসহ সমাজে বিশৃঙ্খলা করার লক্ষ্যে নানা অপচেষ্টায় জড়িত সকলকে আইনের আওতায় আনতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা, আইন ও স্বরাষ্ট্র উপদেষ্টাদের বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করেষ আহলে সুন্নাত ময়মনসিংহ জেলা নেতৃবৃন্দ।