এস চাঙমা সত্যজিৎ
স্টাফ রিপোর্টারঃ
পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির খাগড়াছড়ি জেলা কমিটি’র উদ্যোগে পার্বত্য চট্টগ্রামের অবিসংবাদিত নেতা, অধিকার হারা মানুষের প্রবক্তা, খেতে খাওয়া ও মেহনতী মানুষের অগ্রদূত ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির প্রতিষ্ঠাতা সম্পাদক ও সভাপতি মানবেন্দ্র নারায়ণ লারমা’র ৮৫তম জন্মদিন পালন করা হয়েছে।
আজ রবিবার ১৫ সেপ্টেস্বর ২০২৪ সকাল ১০টায় খাগড়াছড়ি জেলা সদরের খাগড়াপুরস্থ জেবি রেস্টুরেন্ট এন্ড কনভেনশন সেন্টারে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস’র) খাগড়াছড়ি জেলা কমিটির সভাপতি শোভা কুমার চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (এমএন লারমাপন্থি) কেন্দ্রীয় কমিটি’র আইন বিষয়ক সহসম্পাদক প্রীতিময় চাকমা।
এ সময় আলোচনা সভায় পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি’র সদর উপজেলা কমিটি’র (এমএন লারমাপন্থি) সাধারণ সম্পাদক ভোলাস ত্রিপুরা’র সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রামের চুক্তি হয়েছে। কিন্তু চুক্তি এখনও সম্পূর্ণভাবে বাস্তবায়ন করা হয়নি। পার্বত্য চট্টগ্রামের ভূমি নিষ্পত্তি কমিশন প্রথাগত রীতি অনুযায়ী দ্রুত বাস্তবায়নের সরকারের নিকট দাবী জানান তারা।
এছাড়াও পার্বত্য চট্টগ্রামের মানুষের প্রবক্তা, মেহনতী মানুষের অগ্রদূত ও পার্বত্য চট্টগ্রামের নিপীড়িত নির্যাতিত মানুষের অবিসংবাদিত নেতা মানবেন্দ্র নারায়ণ লারমা সারা জীবন অবহেলিত ও নিপীড়িত, নির্যাতিত অধিকার হারা জুম্ম জনগণের মুক্তির জন্য সংগ্রাম করে গেছেন। তার অবদান অনস্বীকার্য।
এ সময় শ্রমজীবি বিষয়ক সমন্বয়ক সোহাগ চাকমা, সদর উপজেলা কমিটির সভাপতি সুনীল চাকমাসহ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য , মানবেন্দ্র নারায়ণ লারমা ১৯৩৯ সালে ১৫ সেপ্টেম্বর রাঙামাটির মহাপুরম নামক জন্ম গ্রহণ করেন। তাঁর পিতার নাম চিত্ত কিশোর চাকমা, মাতার নাম সুভাষিনী দেওয়ান। তাঁরা চার ভাইবোন ছিলেন। তাঁর কণিষ্ঠ ভ্রাতা জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা বর্তমান পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান। তিনি ১৯৮৩ সালের ১০ নভেম্বর ভ্রাতৃঘাতি সংঘাতে মৃত্যু বরণ করেন। তিনি বাংলাদেশের প্রথম জাতীয় সংসদের সংসদ সদস্যও ছিলেন।
এস চাঙমা সত্যজিৎ
স্টাফ রিপোর্টার প্রথম বুলেটিন।