মো: জহিরুল ইসলাম রুবেল
স্টাফ রিপোর্টার
প্রেস বিজ্ঞপ্তি ও ভিডিও বার্তায় ময়মনসিংহ’র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কারী গোকুল চন্দ্র মানিক জানান, ময়মনসিংহের সংগ্রামী ছাত্র জনতা শুভেচ্ছা নেবেন।
বিগত কয়েকদিন যাবত আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখছি যে ঢাকা থেকে কিছু মানুষ এসে জেলা ও বিভাগীয় সমাবেশ করার তোরজোর শুরু করেছে। আমরা ময়মসিংহে যারা ছাত্র আন্দোলন কর্মী রয়েছি আমাদের সাথে কোনপ্রকার যোগাযোগ এবং সমন্বয়ন না করে অগ্রসর হয়েছে। যা নিয়ে ময়মনসিংহের ছাত্র আন্দোলন কর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। আপনারা জানেন সারা বাংলাদেশের মধ্যে ময়মনসিংহে একটা সুশূংখল আন্দোলন আমরা সংগঠিত করেছি। ময়মনসিংহের আলাদা একটা রাজনৈতিক সংস্কৃতি রয়েছে, এই জায়গায় আমরা বলতে চাই ময়মনসিংহে কোন প্রোগ্রাম হতে চাইলে অবশ্যই নূন্যতম রাজনৈতিক প্রটোকল মেন্টেইন করে প্রোগ্রাম হতে হবে। একইসাথে ঢাকা থেকে যারা ময়মনসিংহে এসে কেন্দ্রীয় দায়িত্বের কথা বলে বিভাজন ও উত্তেজনা সূষ্টি করেছেন আমরা ময়মনসিংহের ছাত্র জনতা তাদের প্রত্যাক্ষান করছি এবং একইসাথে ময়মনসিংহের দায়িত্ব নেওয়ার জন্য জুলাই অভূত্থানের প্রাণপুরুষ সারজিস আলম ও হাসনাত আব্দুল্লাহ্ ভাইকে নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। আমরা স্পষ্ট করে বলে দিতে চাই যারা উত্তেজনা সূষ্ঠির জন্য ময়মনসিংহে অবস্থান করছেন তারা দয়া করে সকাল দশটার মধ্যে ময়মনসিংহ ত্যাগ করবেন। কোনপ্রকার অপ্রীতিকর ঘটনার দায় ময়মনসিংহের ছাত্র আন্দোলন কর্মীরা নিবেনা।
ময়মনসিংহ ছাত্র আন্দোলন কর্মীদের পক্ষে..
০১. গকুল সূত্রধর মানিক
০২. আশিকুর রহমান
০৩. আলী হোসেন
০৪. আনোয়ার হোসেন মঞ্জু
০৫. তাহমিদ রেদোয়ান
০৬. আরিফুল হাসান
০৭. জি কে ওমর
০৮. জেনাস ভৌমিক
০৯. আব্দুল আল নাকীব
১০. স্বপন সূত্রধর
১১. আল নূর আয়াশ
১২. রাজন আহমেদ
১৩. আশিক রাব্বি
১৪. কাওসার
১৫. মাহাদী হাসান শ্রাবণ