রমজান আলী রানা, কোম্পানীগঞ্জ প্রতিনিধি ঃ
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট বাজারের ব্যবসায়ীদের উদ্যোগে বন্যা পরবতীর্ বিভিন্ন রোগে আক্রান্ত মানুষকে চিকিৎসা সেবার লক্ষে মঙ্গলবার বিকেল সাড়ে ৫টায় বসুরহাট জিরো পয়েন্ট শহীদ বীর মুদ্ধ চত্বরে ফি মেডিকেল ক্যাম্প এর শুভ উদ্বোধন করা হয়।
বসুরহাট ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি আবদুল মতিন লিটন এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ আনোয়ার হোসাইন পাটওয়ারী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব মাহমুদুর রহমান রিপন, বসুরহাট পৌরসভা জামায়াতের আমির মাওলানা মোশারফ হোসাইন, বসুরহাট পৌরসভা বিএনপির সহ—সভাপতি শওকত হোসেন ছগীর, বসুরহাট পৌরসভা যুবদলের আহ্বায়ক সাইফুল্লাহ সোহাগ এর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বসুরহাট বাজারের বন্যাদূর্গত বাস্তবায়ন কমিটির প্রদান উপদেষ্টা প্রফেসর আবুল বাশার, সভাপতি রফিক উল্যাহ, আহছান উল্যাহ শিপন, আবুল কালাম ও ডাক্তারবৃন্দ।