নাচোলে দুই হাজার কৃষকের মাঝে গ্রীস্মকালীন পেঁয়াজ ও মাসকলায়ের বীজ-সার বিতরণের উদ্বোধন করা হয়।

মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ২ হাজার প্রান্তিক কৃষকের মাঝে সরকারী প্রনোদনার পেঁয়াজ ও মাসকলাই এর বীজ-সার বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার বেলা ১১টায় কৃষি দপ্তরের আয়োজনে উপজেলার তালিকাভূক্ত প্রান্তিক ৫৫০ জন কৃষকের প্রতিজনকে এক কেজি করে পেঁয়াজের বীজ, ১০ কেজি ডিএপ, ১০ কেজি এমওপি, নেটজাল ও বালাইনাশক বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। অপরদিকে একহাজার চারশো পঞ্চাশ জন কৃষকের প্রতিজনকে পাঁচ কেজি মাসকলাই বীজ, ১০ কেজি ডিএপি, ৫ কেজি এমওপি বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। এসময় উপজেলা নির্বাহী অফিসার নীলুফা সরকার, উপজেলা কৃষি অফিসার সলেহ আকরাম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আব্দুন নূর, নাচোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সফিকুল ইসলাম, কসবাইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকারীয়া আল মেহরাব, নেজামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুল হক, উপ-সহকারী কৃষি কর্মকর্তা আমিনুল ইসলাম, আব্দুর রাকিবসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।