today visitors: 5073432

জগন্নাথপুরের সীমান্ত এলাকায় বিদ্যালয়ে যাওয়ার পথে ধান ভাঙ্গার গাড়ির ধাক্কায় স্কুল ছাত্রের মৃত্যু ।

শাহ্ ফুজায়েল আহমদ
উপজেলা প্রতিনিধি জগন্নাথপুর সুনামগঞ্জ

সুনামগঞ্জের ছাতকে বিদ্যালয়ে যাওয়ার পথে ধান ভাঙার গাড়ির ধাক্কায় তাওহিদ হোসেন (৯) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

রোববার সকাল সাড়ে ৯টার
দিকে ছাতক উপজেলার ভাতগাঁও ইউনিয়নের মন্ডলপুর গ্রামের তাজগঞ্জ বাজারের সামনে এ ঘটনা ঘটে।
নিহত স্কুল ছাত্র ভাতগাঁও ইউনিয়নের কেওয়ালীপাড়া গ্রামের আলী হোসেনের ছেলে। তাওহিদ স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র।

ধান ভাঙ্গার গাড়ি চালক রিপন
ও স্থানীয়রা জানান, রোববার সকালে তাওহীদ হোসেন বিদ্যালয়ে যাওয়ার পথে ধান ভাঙ্গার গাড়ির ধাক্কায় সড়কের পাশে গাছের উপর গিয়ে পড়ে। এতে ওই শিশু মাথায় আঘাত

পেয়ে গুরুতর আহত হয়। পরে ধান ভাঙ্গার গাড়ি চালক ওই শিশুকে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্মরত চিকিৎসক মৃত ঘোষনা করেন। খবর পেয়ে জগন্নাথপুর থানা পুলিশ সেনাবাহিনীর উপস্থিতিতে ওই চালককে আটক করে।

আটককৃত হলেন, ভাতগাঁও ইউনিয়নের মন্ডলপুর আব্দুল আহাদের ছেলে ধান ভাঙ্গা গাড়ি চালক রিপন মিয়া (১৭)।

বিষয়টি নিশ্চিত করে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান বলেন, লাশের সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। ঘটনাটি ছাতক উপজেলার জাউয়া বাজার পুলিশ ফাঁড়ির এলাকাধীন হওয়ায় আটককৃতকে সেখানে হস্তান্তর করা হয়।