today visitors: 5073432

পীরগঞ্জে সাংবাদিক কাজী নুরুলের স্মরণ সভা ও দোয়া মাহফিল

লিমন সরকার (ঠাকুরগাঁও) প্রতিনিধি

ঃঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য ও পাইলট উচ্চ বিদ্যালয়ের অবসর প্রাপ্ত সহকারী শিক্ষক কাজী নুরুল ইসলামের ১ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া মাহফিল হয়েছে। শুক্রবার সকালে পীরগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে মরহুমের কবর জিয়ারত শেষে প্রেসক্লাব সভা কক্ষে স্মরণ সভা ও দোয়া মাহফিল হয়। প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণ সভায় বক্তব্য দেন, ঠাকুরগাঁও-৩ আসনের সাবেক জাতীয় সংসদ সদস্য ও পীরগঞ্জ উপজেলা বিএনপি’র সভাপতি জাহিদুর রহমান জাহিদ, পীরগঞ্জ সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর বদরুল হুদা, সৈয়দপুর সরকারী কলেজের সহকারী অধ্যাপক আসাদুজ্জামান, ঠাকুরগাঁও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফিরোজ আমিন সরকার, উপজেলা জাতীয় পার্টির ভারপ্রাপ্ত সভাপতি দবিরুল ইসলাম, উপজেলা জামায়াতের আমীর বাবলুর রশীদ, পৌর বিএনপি’র সভাপতি রুহুল আমিন, উপজেলা সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক মাসুদুর রহমান মাসুদ. উপজেলা সিপিবি’র সাধারণ সম্পাদক মুর্তজা আলম, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা, উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান. পৌর কাউন্সিলর দবিরুল ইসলাম, প্রেসক্লাবের কোষাধ্যক্ষ দুলাল সরকার, সিনিয়র সাংবাদিক ফজলুল কবীর, গোলাম রব্বানী, সিরাজুল ইসলাম ও জিয়াউল্লাহ রিমু, সাথী ষ্টুডিও এর মালিক সাজেদুর রহমান সাজু, আব্দুল আওয়াল, মরহুমের ছেলে সাকিব আহসান প্রমূখ। শেষে দেয়া মাহফিল পরিচালনা করেন প্রবীন সাংবাদিক আবুল হাসনাত। উল্লেখ্য, মরহুম কাজী নুরুল ইসলাম দৈনিক দেশ, মুক্তকন্ঠ, জনতা এবং সর্বশেষ মৃত্যুর আগ পর্যন্ত প্রথম আলো পত্রিকায় কর্মরত ছিলেন। গত বছরের ৬ সেপ্টেম্বর ভোর রাতে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিঃশ^স ত্যাগ করেন।