মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে কেমিস্ট এন্ড ড্রাগিস্টদের সাথে এক জনসচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার বেলা ১১টায় ইলামিত্র পাঠাগারে বিসিডিএস নাচোল শাখার সভাপতি জয়নুল আবেদীনের সভাপতিত্বে নাচোল কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির আয়োজনে জনসচেতনতামূলক সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন,চাঁপাইনবাবগঞ্জ জেলা ঔষধ তত্বাবধায়ক জে এম নাহিদ নাহিয়ান। সভায় ইনভয়েস,ক্যাশ মেমো ব্যতীত ঔষুধ ক্রয়-বিক্রয়, প্রেসক্রিপশন ছাড়া এন্টিবায়েটিক বিক্রয়, আন-রেজিষ্টার ঔষধ বিক্রয় প্রতিরোধসহ মেয়াদউত্তীর্ণ ঔষধ ব্যবস্থাপনা বিষয়ে জন সচেতনতামূলক সভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক ও মেসার্স সেবা ফার্মেসির প্রপাইটর মোঃ আসাদুল্লাহ, অর্থ সম্পাদক ও মেসার্স জননী ফার্মেসীর প্রপাইটর তোফাজ্জল হক এবং মেসার্স মুন্নী ফার্মেসীর প্রপাইটর মজিবুর রহমান। এসময় উপজেলার সকল ঔষধের ব্যবসায়ীগণ উপস্থিত ছিলেন।