বোরহান উদ্দিন জেনিফ নান্দাইলঃ
এলাকাবাসী মনে করেন,একজন প্রকৃত নেতা তিনিই যিনি কর্মীর মনের ভাষা বুঝতে পারেন, প্রত্যন্ত অঞ্চলের একজন কর্মীর নামও স্মরণ রাখতে পারেন।
নান্দাইল উপজেলা বিএনপি সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও ময়মনসিংহ উত্তর জেলা প্রভাবশালী বিএনপি সদস্য নাসের খান চৌধুরীর যোগ্য নেতৃত্বে নান্দাইল উপজেলা বিএনপি এখন অনেকটাই সু-সংগঠিত বলে জানিয়েছেন থানা এবং ওয়ার্ডে বিভিন্ন নেতা কর্মীরা।
নান্দাইল উপজেলা বিএনপির একাধিক নেতার সাথে কথা বলে জানা যায়, নাসের খান চৌধুরী একজন নীতিবান ও সচ্ছল রাজনীতিবীদ, তিনি কখনো অন্যায়ের সাথে আপোষ করেন না। নীতি ও আদর্শ দিয়ে তিনি নেতা কর্মীদের মনে আদর্শিক নেতা হিসেবে জায়গা করে নিয়েছেন। নান্দাইল উপজেলা বিএনপি সাবেক ভারপ্রাপ্ত সভাপতি নাসের খান চৌধুরী তার মেধা ও প্রজ্ঞা দিয়ে নান্দাইল থানা কমিটি গুলো ঢেলে সাজানোর চেষ্টা করে যাচ্ছেন।
নান্দাইল স্থানীয় প্রবীণ বিএনপি নেতারা বলেন, নাসের খান চৌধুরী একজন কর্মীবান্ধব নেতা। সে যেখানেই যায় তার সাথে স্থানীয় শত শত নেতাকর্মী অংশগ্রহণ করে। নিরহংকারী এই নেতার আচার আচরণে নান্দাইল নেতাকর্মীরা মুগ্ধ।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় নান্দাইল উপজেলা বিএনপি সাবেক ভারপ্রাপ্ত সভাপতি নাসের খান চৌধুরীকে সবসময় সরকার পতনের এক দফা আন্দোলনে নেতৃত্ব দিতে দেখা গিয়েছে।উপজেলা তার বিএনপি সমাবেশ ও মিছিল হলে মানুষের ঢল দেখা যায়৷
উপজেলা সাবেক বিএনপির সহসভাপতি ও বীরমুক্তিযোদ্ধা আব্দুল মান্নান মাষ্টার বলেন,যে কোন সময় বিপদে-আপদে নাসের খান চৌধুরী ভাই আমাদের পাশে থাকে। দলের নেতাকর্মীরা মামলা হামলার শিকার হলে ব্যক্তিগত উদ্যোগেই তাদের সহযোগিতায় এগিয়ে আসেন। তিনি নিজেও বয়সে তরুণ হওয়ায় তরুণ নেতাকর্মীদের পছন্দের শীর্ষে তিনি। জানা যায় নাসের খান চৌধুরী এর কাছে ভিক্ষুক, রিক্সচালক, নির্মানশ্রমিক সহ যে কোন পেশার মানুষ তার সমস্যার কথা সরাসরি কিংবা মোবাইলে বলতে পারেন এবং শুনেন এবং সমাধানের জন্য চেষ্টা করেন।
বিএনপি’র প্রতিষ্ঠাতা সদস্য,ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহবায়ক, বিএনপির জাতীয় কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য, নান্দাইল এবং ঈশ্বরগঞ্জ থেকে চার বার নির্বাচিত সাবেক সংসদ সদস্য, বীরমুক্তিযোদ্ধা মরহুম খুররম খান চৌধুরীর একমাত্র সন্তান নাসের খান চৌধুরী।
নাসের খান চৌধুরী সর্বময় মানুষের কল্যানে নিবেদিত ও তিনি একজন স্বচ্চ সুহৃদয় এবং সত্যিকার সমাজ সেবক। রাজপথের সাহসী লড়াকু বিএনপির সৈনিক। নেতা হওয়ার জন্য অর্থের প্রয়োজন না, হয় সুন্দর একটা মনের প্রয়োজন, যেটা দ্বারা কর্মীকে আপন করে নিতে পারে এমন গুণাবলি রয়েছে তার মধ্যে। এসব গুণাবলি আছে বলেই নান্দাইল বাসীর কাছে প্রিয় নেতা হিসেবে পরিচিত লাভ করেছেন তিনি।
এলাকাবাসী ও তার কর্মীদের মতে, তিনি খুবই সাদা মনের মানুষ। সর্বদাই হাসি খুশি ভাবে থাকে। এবং অতিসহজেই কর্মীদের আপন করে নেন তিনি। তার মধ্যে বিন্দমাত্র কোন অহংকার নেই।