today visitors: 5073432

কুমিল্লায় ডিসি এসপি মহোদয়ের সাথে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রতিনিধি দলের মতবিনিময়।

 

এইচ এম গোলাম কিবরিয়া রাকিব, কুমিল্লা।

কুমিল্লা জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সাথে সাক্ষাত করে মতবিনিময় করেছেন কুমিল্লা মহানগর জামায়াতের একটি প্রতিনিধিদল। ২ সেপ্টেম্বর সোমবার দুপুরে কুমিল্লা মহানগর জামায়াতে ইসলামীর আমির কাজী দ্বীন মোহাম্মদ প্রতিনিধি দলে নেতৃত্বদেন। জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমানের সাথে জামায়াত নেতৃবৃন্দের মতবিনিময়ের সময় অতিরিক্ত জেলা প্রশাসকগণ উপস্থিত ছিলেন। জামায়াত নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন নগর জামায়াতের নায়েবে আমির মুহাম্মদ মুসলেহ উদ্দিন, সেক্রেটারি অধ্যাপক এ কে এম এমদাদুল হক মামুন, সহকারী সেক্রেটারি কামারুজ্জামন সোহেল, সহকারী সেক্রেটারি ও কুমিল্লা সিটির সাবেক কাউন্সিলর মোহাম্মদ মোশাররফ হোসাইন, ইসলামী ছাত্রশিবিরের কুমিল্লা মহানগর সভাপতি নোমান হেসেন নয়ন, কুমিল্লা বিশ্ববিদ্যালয় ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি মাজহারুল ইসলাম, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজে’র সাবেক সহকারী মহাসচিব ও সাবেক ইউপি চেয়ারম্যান মোহাম্মদ সহিদ উল্লাহ মিয়াজী,কুমিল্লা সিটি কর্পোরেশন ১ নং ওয়ার্ড কাউন্সিলর কাজী গোলাম কিবরিয়া ও ৮নং ওয়ার্ড কাউন্সিলর একরামুল হক বাবু।
জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও কুমিল্লা মহানগরীর আমির কাজী দ্বীন মোহাম্মদ জেলা প্রশাসনের উদ্দেশ্যে বলেন, আমরা চাই জেলা প্রশাসন ও কর্মকর্তাগণ সততার সাথে জনগণকে সেবা দিক। অতীতে আপনারা স্বৈরাচার সরকারের অবৈধ নির্দেশনা মানতে অনেকটা বাধ্য হয়েছিলেন। আমরা আপনাদেরকে বলবো স্বচ্ছতা, জবাবদিহিতা ও দেশপ্রেম মাথায় রেখে জনগণকে সেবা দিন। কোন অবৈধ সুপারিশ বা আইন বহির্ভূত কাজে জামায়াত কখনো ফোন দিবেনা। তিনি প্রশাসনকে সার্বিক সহযোগিতা করার আশ্বাস দেন। জামায়াত নেতা মোসলেহ উদ্দিন বলেন, জামায়াত এদেশকে সবার থেকে বেশি ভালোবাসে। জঙ্গিবাদ, মৌলবাদ সহ নানান মিথ্যা ও অপ্রচার শুনে আপনারা বিভ্রান্ত ছিলেন। এসব অপ্রচার উদ্দেশ্য ছিল জামায়াতের অগ্রযাত্রা কে থামিয়ে দেয়া। নগর জামায়াতের সেক্রেটারি একেএম এমদাদুল হক মামুন বলেন, প্রশাসনকে সেবার মান বাড়াতে হবে। দুর্নীতি ও হয়রানিমুক্ত করতে হবে সরকারি অফিসগুলো। নাগরিক সেবা বাড়লে দেশ এগিয়ে যাবে।
জেলা প্রশাসসক মুশফিকুর রহমান জামায়াত নেতৃবৃন্দকে আশ্বস্থ করে বলেন, উন্নত ও সততার সাথে আমরা নাগরিক সেবা দিবো। কোথাও অনিয়ম দেখলে আমাকে জানাবেন তাৎক্ষণিক সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করব।
জামায়াত নেতৃবৃন্দ কুমিল্লা জেলা পুলিশ সুপার আক্তারুজ্জামানকে বলেন, কুমিল্লায় অবৈধ অস্ত্রবাজ বেড়েছে। বিভিন্ন সময়ে রাজপথে সন্ত্রাসীদের হাতে অস্ত্র দেখা গেছে। চাঁদাবাজির স্বর্গরাজ্য করা হয়েছে কুমিল্লাকে। তারা সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার ও চোরা চালান বন্ধে কার্যকরি পদক্ষেপ নেয়ার অনুরোধ জানান। পুলিশ সুপার ধৈর্য্য সহকারে জামায়াত নেতৃবৃন্দের কথা শুনেন। তিনি জামায়াত নেতৃবৃন্দকে আশ্বস্থ করে বলেন, সন্ত্রাসী, চাঁদাবাজ, দখলবাজ, মাদক কারবারি কাউকে ছাড় দেয়া হবেনা। তিনি আইন শৃংখলার উন্নতিতে জামায়াতের সহযোগিতা কামনা করেন।