স্টাফ রিপোর্টার - ইমরান হক
আলজেরিয়ায় অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় প্রথমস্থান অধিকার করেছে বাংলাদেশি হাফেজ মুহাম্মাদ হুজাইফা। বিশ্বজয়ী এই হাফেজ ক্বারী নাজমুল হাসান পরিচালিত তাহফিজুল কুরআন ওয়াসসুন্নাহ মাদরাসার ছাত্র।
প্রতিযোগিতায় দ্বিতীয় হয়েছে নাইজেরিয়ার সুমাইয়া মুদ্দাসসির, তৃতীয় হয়েছে সেনেগালের বিদারা ও চতুর্থস্থান অধিকার করেছে পাকিস্তানের মুহাম্মাদ বাশার।
জানা গেছে গত ২০ আগস্ট থেকে শুরু হওয়া প্রতিযোগিতাটি শেষ হয় ৩০ আগস্ট। এতে অংশ নেয় বাংলাদেশ, পাকিস্তান, নাইজেরিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশের হাফেজ প্রতিযোগীরা।
আলজেরিয়ার আশ-শারুক্ব টিভিতে প্রতিযোগিতার চূড়ান্ত পর্বটি প্রচারিত হবে।
হাফেজ মুহাম্মাদ হুজাইফার বয়স ১০ বছর। পিতার নাম মনিরুজ্জামানের। হাফেজ মোহাম্মদ হুজাইফার বাড়ি রংপুর জেলায়।
হাফেজ হুজাইফা এর আগে গত রমজান মাসে তানজেনিয়ায় আয়োজিত কুরআন প্রতিযোগিতায়ও প্রথম হয়েছিলো।