লিমন খান : কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি ফেনী,
নোয়াখালী, লক্ষ্মীপুর ও কুমিল্লার পানিবন্দি মানুষের পাশে দাঁড়ানোর জন্য স্বপ্ন যাত্রা শুরু করেছে হৃদয়ে কাজীপুর সহ কাজিপুরের ৮টি স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন। কয়েকদিনের বন্যায় ফেনী ও কুমিল্লা জেলার লাখ লাখ মানুষ পানিবন্ধী হয়ে পড়েন। বিদ্যুৎবিহীন লাখো মানুষ অন্ধকারে রাত কাটাচ্ছে। যা দেশের গনমাধ্যমে প্রচার হওয়ার
দুর্বি সহজ জীবন যাত্রার চিত্র উঠে এসেছে ।
৩০ আগষ্ট (শুক্রবার) ভোররাতে ট্রাকযোগ ত্রাণ সামগ্রী নিয়ে হৃদয়ে কাজীপুর, ভয়েস অব কাজীপুর, ৯৫ এসোসিয়েশন, দি ফ্রেন্ডস্ এসোসিয়েশন , স্বপ্নফেরী-১৫, এভার গ্রীন এসোসিয়েশন, নিউ ড্রিমস এসোসিয়েশন, কাচিহারা মানবিক সংগঠন সহ মোট ৮টি সংগঠনের সদস্যরা, কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার বানভাসী পানি বন্দীদের নিজবাড়িতে আটকে পড়া মানুষের বাড়ি বাড়ি গিয়ে সেই খাদ্য সামগ্রী বিতরণ করে যাচ্ছেন।
আটটি সংগঠনের নিজ অর্থায়নে বানভাসী মানুষেদের মাঝে ত্রাণ সামগ্রী পৌঁছে দেন। খাদ্য সামগ্রির মধ্যে রয়েছে চাল, ডাল, আলু, পিয়াজ, রসুন, সবিন, লবন, মরিচ, চিড়া, মুড়ি, গুড়, বিশুদ্ধ পানি, বিস্কুট, ওর স্যালাইন, মোমবাতি, গ্যাসলাইট ইত্যাদি।
হৃদয়ে কাজিপুর সংগঠনের উপদেষ্টা শাহারিয়ার জিম বলেন,কাজিপুরের প্রায় আটটি স্বেচ্ছাসেবী সংগঠন একত্রিত হয়ে আজকে কুমিল্লায় বানভাসি মানুষদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করছি। এখানকার মানুষের দুর্দশা দেখে সত্যিই খুব খারাপ লাগছে। তবে এ সময়ে তাদের পাশে দাঁড়াতে পেরেও মনে অনেক শান্তি লাগছে। দেশের যে কোন দুর্যোগ মোকাবেলায় কাজ করবে আমাদের এই সংগঠনটি। এই সকল সামাজিক সংগঠন শুধু কাজিপুরের মানুষের জন্য নয়, সারা দেশের মানুষের জন্য কাজ করবে বলে আমি আশা করি।
ছবি আছে
মো : লিমন খান কাজিপুর, সিরাজগঞ্জ
৩০/০৮/২৪ ০১৭১১১৬১৩৫২