today visitors: 5073432

জগন্নাথপুর সরকারি ডিগ্রি কলেজের প্রভাষক মো: নিয়াজ আহমেদ ভূইয়ার উদ্যোগে ফেনী, নোয়াখালী ও কুমিল্লা বন্যার্ত মানুষের জন্য গণত্রাণ সংগ্রহে ক্যাম্পেইন গতকাল শেষ হয়েছে।

শাহ্ ফুজায়েল আহমদ
জগন্নাথপুর উপজেলা প্রতিনিধি

শিক্ষার্থীদের অক্লান্ত প্রচেষ্টায় এলাকা বাসীর আন্তরিক সহযোগিতায় কয়েক হাজার কাপড় পুরুষ, মহিলা ও শিশু বাচ্চাদের জন্য সংগ্রহ করা হয়। এই কাপড় গুলো সুন্দর ভাবে প্যাকেট করে গতকাল বিকাল ৪ ঘটিকার সময় স্বেচ্ছাসেবী সংগঠন Save Sylhet এর কাছে হস্তান্তর করা হয় এবং তারা আজ ভোরে ফেনীর উদ্দেশ্যে রওয়ানা হয়েছে।
গণত্রাণ সংগ্রহে শিক্ষক, ছাত্র, সব শ্রেণির পেশার মানুষ, সাধারণ জনগনের সার্বিক অংশ গ্রহনে যে আর্থিক অনুদান দিয়েছে আজ দুপুর ১ ঘটিকার সময় সকলের উপস্থিতি তে অনুদান বাক্স খুলে গণনা করা হয়, গণনা শেষে সর্বমোট ৯০০০০/- (নব্বই হাজার) টাকা উঠেছে। এই আর্থিক অনুদান বন্যার্ত মানুষের কাছে পাঠিয়ে দেওয়া হবে।
পরিশেষে প্রভাষক নিয়াজ আহমেদ ভূইয়া বলেছেন এত অল্প সময়ে ব্যাপকভাবে সাড়া পেয়েছি, আমি সকলের প্রতি চিরকৃতজ্ঞ এবং আপনাদের দেওয়া এই আর্থিক অনুদান যথাসময়ে বন্যার্ত মানুষের কাছে পৌঁছে যাবে ইনশাআল্লাহ ।