কুমিল্লার বুড়িচং উপজেলার ছয়গ্রাম উচ্চ বিদ্যালয়ে আশ্রয় কেন্দ্রে আর্তনাদ শুনলাম,প্রয়োজন জেনারেটর,মেডিক্যাল ক্যাম্প
কুমিল্লার দুঃখ -গোমতী নদীর তীরের নিকটবর্তী ছয়গ্রাম উচ্চ বিদ্যালয় আশ্রয়ণ কেন্দ্রে ঠাঁই নিয়েছেন প্রায় ৪০০ পরিবার।পরিস্থিতির স্বীকার হয়ে সহায় সম্বল সব ফেলে এখানে এসেছেন তারা। দুর্দশার যেন এখন নিত্যসঙ্গী ।
নেই বিদ্যুৎ,খাবার। চারিদিকে অন্ধকার। নিকষ কালো অন্ধকারের মধ্যে শুধু শোনা যাচ্ছে অসহায় নারী-পুরুষের আর্তনাদ । তাদের সীমাহীন কষ্টের চিত্র তুলে ধরা দুরহ ব্যাপার। ক্ষুধা,সুপেয় পানি ও স্যানিটেশনের অভাব, পরিধেয় পোশাক নেই এমনও আছেন অনেকে। বিষন্নতা আর বেদনা তাদের নিত্য সঙ্গী।
বাংলাদেশ কংগ্রেস মনোনীত কুমিল্লা -৫ আসনের সংসদ সদস্য প্রার্থী এইচ এম গোলাম কিবরিয়া রাকিব, জাস্টিস এন্ড ডেভেলপমেন্ট পার্টির যুগ্ম -মহাসচিব সাজেদুল ইসলাম কে সাথে নিয়ে বিকাল ৬ টায় সিএনজি যোগে রওনা দিলাম বুড়িচং ছয়গ্রাম উচ্চ বিদ্যায় ও আলিম মাদরসা অবস্থিত আশ্রয় কেন্দ্রের উদ্দেশ্যে। রাত ৮ টায় পৌছালাম ছয় গ্রাম উচ্চ বিদ্যালয় ও আলিম মাদরসায়। রাস্তা,বসত বাড়ি সর্বত্র থৈ থৈ পানি।
বন্যায় ক্ষতিগ্রস্থ কয়েকজনের সাথে সৌজন্য সাক্ষাৎ করলাম। তাদের কষ্টের বর্ণনা হৃদয় বিদারক।
জানতে পারলাম, রাতের খাবার খেয়ে ঘুমিয়েছিলেন। পানি, পানি চিৎকার শুনে ঘুম ভাঙ্গে। পরিবার- পরিজন নিয়ে কোন রকম পালিয়ে এসেছেন। পোশাক,আসবাব পত্র,টাকা-পয়সা,জমির দলিল,গরু- ছাগল সব কিছু পানির নিচে। চারিদিকে শুধু পানি আর পানি। পানি বন্দিদের চোঁখে হতাশা আর দুঃস্বপ্ন। নূন্যতম একটা নাপা বড়ি কেনার সাধ্য নেই অনেকের আবার যথোপযুক্ত চিকিৎসাও প্রয়োজন।
ইতোমধ্যে ২ টা পিকআপ আসলো – ত্রাণ নিয়ে। একটু পর একটা স্বেচ্ছাসেবক টিম আসলো ৪ ডেকসি খিচুড়ি নিয়ে।
পরিস্থিতি মোকাবেলায় অত্র এলাকার যুব সমাজ প্রানপণে চেষ্টা করছেন। আগামীর বাংলাদেশের জন্য এটাই সবচেয়ে বড় আশার দিক। ছাত্র-জনতা রক্ত দিয়ে বাংলাদেশ রক্ষা করবে।
স্থানীয় কয়েকজন জানালেন, জেনারেটর অতীব জরুরি প্রয়োজন। রাকিব ভাই তাৎক্ষণিক চেষ্টা শুরু করলেন। কুমিল্লাস্থ বুড়িচং -ব্রাহ্মণপাড় ওলামা পরিষদের পক্ষে শুরুতে রাকিব ভাই নিজে কিছু টাকা দিলেন,রাকিব ভাইয়ের গ্রামের এক ছোট ভাইয়ের কিছু টাকা নিয়ে শুরু করলেন এই মহৎ কর্মযজ্ঞ। স্থানীয় হৃদয়বান ব্যাক্তি নাম প্রকাশে অনিচ্ছুক, যিনি রাকিব সাহেবের কাছের মানুষদের একজন পার্শ্ববর্তী গ্রামের প্রবাসী এক ভাই আপাততঃ তিন দিনের অকটেন তেল কেনার অর্থ যোগান নিশ্চিত করেছেন প্রয়োজনে অবস্থান অনুয়ায়ী চলমান থাকবে।
বর্তমানে এখানে আলো জ্বলছে। চকবে মাদ্রাসা স্কুলের সব বৈদ্যুতিক সরঞ্জাম।
দৈনিক ৩ হাজার টাকার জ্বালানি প্রয়োজন। মেডিক্যাল ক্যাম্প আয়োজনের চেষ্টা করছেন রাকিব ভাই।
তার সাধ আছে সাধ্য নাই।নিজেই ভুগছেন দূরারোগ্য রুগে এর মাঝেও এই মুহূর্তে আর কালক্ষেপন কীেননি। তার প্রতি আমার সম্মান বেড়ে গেল। সুস্থ হোক কুমিল্লা।
সর্বস্তরের সকলের প্রতি আকুল আবেদন জেনারেটরের জ্বালানী ও মেডিক্যাল ক্যাম্পের জন্য খুশি মনে এগিয়ে আসবেন।বি:দ্র:তেলের বাহিরেও জেনারেটর এর সার্ভিস ভাড়া প্রতিদিন সাত হাজার টাকা। যোগাযোগ:
এইচ এম গোলাম কিবরিয়া রাকিব। 01816100986,01726378
আহ্বায়ক ও উদ্যোগক্তা:কুমিল্লস্থ বুড়িচং ব্রাহ্মণপাড়া ওলামা পরিষদ।
আসুক দূর্যোগ, এক সাথে বাঁচব, সবাই মিলে।
সহমর্মিতার নতুন বাংলাদেশ দেখলাম। বিজয় বাংলাদেশ।