today visitors: 5073432

বন্যাদুর্গতদের পাশে শায়েখ আহমাদুল্লাহ এর আস-সুন্নাহ ফাউন্ডেশন

 

স্টাফ রিপোর্টার – ইমরান হক

ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও ভারি বৃষ্টিাপাতে দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের জেলাগুলোতে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। পানিতে তলিয়ে গেছে লাখ লাখ মানুষের ভিটে-বাড়ি। বন্যা সবচেয়ে ভয়াবহ রূপ দেখা গিয়েছে ফেনী জেলায়। এছাড়া চট্টগ্রাম, কুমিল্লা, নোয়াখালী, সিলেট, মৌলভীবাজার, ব্রাহ্মণবাড়িয়া, লক্ষ্মীপুর, খাগড়াছড়ি এবং কক্সবাজার জেলাও বন্যাকবলিত হয়েছে।

চলমান এই ভয়াবহ বন্যা পরিস্থিতিতে বিপুল পরিমানে সহায়তা নিয়ে ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে দাড়িয়েছে শায়খ আহমদুল্লাহ পরিচালিত আস-সুন্নাহ ফাউন্ডেশন। ফাউন্ডেশনটির ত্রাণ তৎপরতা বিশেষ নজর কেড়েছে সবার।

ইতোমধ্যে আস-সুন্নাহ ফাউন্ডেশন ৫০০ টন শুকনো খাবারের প্রস্তুত করে বন্যাদুর্গতদের মাঝে পৌছে দিচ্ছে। মানুষের পাশাপাশি গো-খাদ্যও বিতরণ করছে তারা।

তারা জানায়, মানুষের পাশাপাশি আমরা ভেবেছি গৃহপালিত পশুর কথাও। গোখাদ্য হিসেবে দুর্গত এলাকার জন্য রওনা হয়েছে ৬৭.৩৭ টন ভূসি। এগুলো বন্যদুর্গত ৪টি জেলা ফেনী, লক্ষ্মীপুর, নোয়াখালী, কুমিল্লার বিভিন্ন দুর্গম স্পটে বিতরণ করা হবে।

ত্রাণ প্রদান বিষয়ে তারা জানায়, আমরা ত্রান প্যাকেজ করার ক্ষেত্রে ২ ধরনের প্যাকেজ করে থাকি। বন্যা পরিস্থিতিতে রান্না করার সুযোগ থাকে না। এজন্য আমরা শুরুতে শুকনো খাবার দিয়ে থাকি।

ইতোমধ্যে তারা ফেনী, কুমিল্লা, বি-বাড়িয়া, নোয়াখালিসহ বিভিন্ন পানিবন্দি অঞ্চলে ত্রান পৌছে দিয়েছে এবং বন্যার পানি চলে যাবার পর ক্ষতিগ্রস্তদের ঘর-বাড়ি মেরামত করে দেওয়ার আশ্বাস দেয়।

সংস্থার স্বেচ্ছাসেবকরা জানান, ধর্মবর্ণ নির্বিশেষে সবার কাছেই আমরা ত্রাণ দিচ্ছি।