মো: রবিউল ইসলাম
প্রথম বুলেটিন:
ধর্ম যার যার রাষ্ট্র সবার এ শ্লোগাণ কে সামনে রেখে হিন্দুধর্মালম্বীদের মহাবতার পরমেশ্বর ভগবান শ্রী কৃষ্ণের শুভ আর্বিভাব পূর্নতিথী শুভ জন্মাষ্ঠমী উপলক্ষে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলা শাখার আয়োজনে বিশাল বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়েছে।
আজ ২৬ আগস্ট সোমবার সকালে উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক দিলিপ চন্দ্র সাহার নেতৃত্বে পলাশবাড়ী কেন্দ্রীয় কালি মন্দির হতে বার্ণঢ্য র্যালীটি পৌর শহরের মূল সড়ক গুলো প্রদক্ষিণ করে, পরে কেন্দ্রীয় কালি মন্দিরে গিয়ে শেষ হয়।
সেখানে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন পলাশবাড়ী এসএম মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক সুশীল চন্দ্র সাহা, গাইবান্ধা জেলা শ্রমিক ফেডারশনের সহ সভাপতি ও পলাশবাড়ী আর্দশ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ গোলাম মোস্তফা,জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম লিয়াকত, যুগ্ন সাধারণ সম্পাদক মিজানুর রহমান নিক্সন সরকার,বিশিষ্ট কাপড় ব্যবসায়ি শ্যামল চন্দ্র সাহা,পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শামীম রেজা, পৌর ছাত্রদলের সদস্য সচিব আকাশ কবির পায়েল,পলাশবাড়ী সরকারি কলেজ ছাত্রদলের আহবায়ক পূজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক সুবীর চন্দ্রসহ অন্যান্যরা। এ র্যালীতে অংশ সহ হিন্দুধর্মালম্বী বিভিন্ন শ্রেনী পেশার সংগঠন ও সাধারণ মানুষ। এরপর কালিবাড়ী মন্দিরে দিন ব্যাপী পূজা আর্চণা করেন হিন্দুধর্মালম্বীরা। সনাতনি হিন্দু ধর্মালম্বীদের এ দিবসটিতে ভাচুয়ার্লী হিন্দুধর্মালম্বী মানুষকে জন্মঅষ্টমীর শুভেচ্ছা জানিয়েছেন গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. মঈনুল হাসান সাদিক।