আলমগীর হোসেন, নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সমাজবিজ্ঞান বিভাগের উদ্যোগে বন্যার্ত মানুষের সেবায় 'ত্রাণ বিতরণ কর্মসূচি' সম্পন্ন হয়েছে। রোববার (২৫ আগস্ট) ৮ সদস্যবিশিষ্ট একটি দলের মাধ্যমে দিনব্যাপী ত্রাণ বিতরণ কর্মসূচি সম্পন্ন হয়।
জানা যায়, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষক, শিক্ষার্থী এবং জনসাধারণের থেকে অর্থ সংগ্রহ করে ফেনীর দুর্গম এলাকার ১৫০ পরিবারের জন্য ত্রাণের ব্যবস্থা করে সমাজবিজ্ঞান বিভাগ। ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল চিড়া, মুড়ি, গুড়, চানাচুর, পানি, মোমবাতি, লাইটার, ফিটকিরি, পানি বিশুদ্ধকরণ ঔষধ, স্যালাইন ও স্যানিটারী প্যাড।
ত্রাণ বিতরণ কর্মসূচির অভিজ্ঞতা সম্পর্কে ৩য় বর্ষের শিক্ষার্থী রাকিব চৌধুরী বলেন, এতকাল পাঠ্যবইয়ে বন্যার্ত মানুষের দুঃখ দুর্দশা সম্পর্কে পড়েছি । এবার মাঠ পর্যায়ে গিয়ে বন্যার্ত মানুষের জীবন কতটা ভয়াবহ হয় তা বাস্তবিক অর্থে অনুধাবন করতে পেরেছি।
সকলের প্রতি অনুরোধ জানিয়ে সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষক ড. শামীম হামিদী বলেন, যারা অনভিজ্ঞ তারা হুট করে ত্রান নিয়ে বন্যার্ত এলাকায় যাবেন না বরং বিশ্বস্ত কোন সংগঠনের মাধ্যমে আপনার সহযোগিতা পাঠিয়ে দিতে পারেন ।
সমাজবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান জমশেদুর রহমান বলেন, সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের স্বত:স্ফুর্ত অংশগ্রহনের মাধ্যমে বন্যার্ত মানুষের পাশে আমরা সামর্থ্য অনুযায়ী দাঁড়াতে পেরেছি । আমরা সর্বাত্মক চেষ্টা করেছি অল্প করে হলেও দুর্গম এলাকায় মানুষের কাছে ত্রাণ পৌঁছিয়ে দিতে এবং কার্যক্রম অব্যাহত রাখতে।
আলমগীর হোসেন, নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
০১৯০৯৯২১০৮০