নাটোর জেলা প্রতিনিধিঃ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বিভিন্ন সন্ত্রাসী বাহিনী ও পুলিশের গুলিতে নিহত শহীদ ভাই-বোনদের স্মরণে পালিত হয়েছে “বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি” । আয়োজনে নাটোর জেলার স্বেচ্ছায় রক্তদাতাদের যুব সংগঠন ‘নাটোর ইয়ুথ ব্লাড ডোনার গ্রুপ’। সার্বিক সহযোগিতায় বনবেলঘড়িয়া যুব সংঘ, নাটোর।
উক্ত কর্মসূচি তে উপস্থিত ছিলেন, নাটোর ইয়ুথ ব্লাড ডোনার গ্রুপের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক জনাব, খন্দকার উল্লাস (লেখক ও সাহিত্য প্রেমী), কেন্দ্রীয় কমিটির সম্মানিত সভাপতি মাসুদ রানা, সেক্রেটারি মো: সাজেদুল ইসলাম সাজু, সাবেক সভাপতি নাজমুল আহম্মেদ, যুগ্ন-সাধারণ সম্পাদক পারভেজ হোসেন, সাংগঠনিক সম্পাদক আমির হামজা সহ বিভিন্ন উপজেলা ইউনিট থেকে আগত দায়িত্বশীল স্বেচ্ছাসেবীবৃন্দ ।
উক্ত অনুষ্ঠানে নির্বাহী পরিচালক খন্দকার উল্লাস বলেন, ইয়ুথ সব সময়ের ন্যায়ের পক্ষে ছিলো আছে এবং থাকবে। দেশের যেকোনো ধরনের ক্লান্তিলগ্নে সহায়তায় হাত বাড়িয়ে দিবে নাটোর ইয়ুথ ব্লাড ডোনার গ্রুপ, এতে সকলের সহযোগিতায় চেয়েছেন তিনি।
উক্ত কর্মসূচিতে প্রায় তিন শতাধিক মানুষের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করতে পেরেছেন। নিজেদের রক্তের গ্রুপ জানতে পেরে এলাকাবাসী অনেক আনন্দিত ।
২০১৪ সালের ১৯ শে সেপ্টেম্বর «সকলের তরে আহবান,স্বেচ্ছায় করি রক্তদান» স্লোগান নিয়ে পথ চলা শুরু করেছিলো মানবতার কাফেলা, নাটোর ইয়ুথ ব্লাড ডোনার গ্রুপ। দীর্ঘ পথ পাড়ি দিয়ে অনেক বাধা বিপত্তির মধ্যে দিয়ে আজও মানব সেবার কাজ করে যাচ্ছে সংগঠনটি।