today visitors: 5073432

বন্যার্তদের সহায়তায় দোহার উপজেলা বৈসম্যবিরোধী ছাত্র শিক্ষার্থীরা

দোহার প্রতিনিধি মনির হোসেন

হঠাৎ করেই দেশের বেশ কয়েকটি জেলায় বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় বিপাকে পড়েছে মানুষ। সিলেট, ফেনী ও হবিগঞ্জসহ বেশ কয়েকটি জেলায় বিপদসীমার উপরে প্রবাহিত হচ্ছে পানি। আটকে পরা ২ লাখ মানুষদের উদ্ধারে কাজ করছে সেনাবাহিনী। ব্যাহত হচ্ছে সেখানকার চিকিৎসা সেবা।

এমন পরিস্থিতিতে মানবিক দিক বিবেচনা করে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে ফেনী জেলায় বন্যা দুর্গতদের সহায়তায় অর্থ ও ওষুধ পাঠানো হয়েছে।
বন্যার্তদের সাহায্যে এগিয়ে আসছেন দোহারে সাধারন মানুষ সবাই সামর্থ্য মত সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছেন। এরি মধ্যে একাধিক টিম কাজ করছেন বন্যার্ত এলাকায় এবং বন্যা না কমা পর্যন্ত তারা সেখানেই অবস্থান করবেন বলেও নিশ্চিত করেন
বৈসম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।