নাট্য পরিচালক ওমায়ের আহমেদ শাওন নিজের লেখা ব্যতিক্রমধর্মী কিছু গল্প নিয়ে কাজ শুরু করেছেন। তারই ধারাবাহিকতায় গতকাল “এটাও কি সম্ভব” নাটকের শুটিং শেষ হয়েছে। নাটকটি প্রযোজনা করেছেন প্রত্যাশা মিডিয়া। এতে অভিনয় করেছেন- বিবাগী রানা, তানহা ইয়াসমিন, রুশদি, রফিক মিন্টু, কবির সুমন সহ আরও অনেকে। শীঘ্রই একটি বেসরকারি টিভি চ্যানেলে নাটকটি প্রচার করা হবে বলে জানিয়েছেন।
তিনি “এটাও কি সম্ভব” নাটক সম্পর্কে বলেন, বর্তমানে নাটক জগতে প্রায় গুলোই নকল গল্পের হচ্ছে-। ভিউস হচ্ছে ঠিকই তার পাশাপাশি বিরক্তবোধ বাড়ছে, দর্শকদের ক্ষোভ বাড়ছে। সর্বোপরি রূচির ওপর ইফেক্ট পড়ছে। এডাল্ট অথবা কমেডির নামে ভাঁড়ামি কিছু দিলেই নাটক মানসম্মত হয়না। গল্প সুন্দর ভাবে সাজিয়ে একটি এক্সপার্ট ও নিবেদিত টীমের সমন্বয়ে ভালো নাটক নির্মাণ করা উচিত। তা না করে বর্তমানে রিমেক প্রবণতা তথা গল্প চুরির প্রবণতা বাড়ছে-। এই কপি সিস্টেম থেকে আমাদের বেড়িয়ে আসতে হবে। লাখ লাখ নাটক নির্মাণ হয় কিন্তু সব নাটক নাটকের স্থান পায় না। হুট করে নায়ক-নায়িকা কিংবা পরিচালক বনে যাওয়াকেও তিনি সমর্থন করেন না বলে জানিয়েছেন। নাটক দেখে সমাজের পরিবর্তন হয়না, তবে সমাজের বাস্তব চিত্র, প্রেক্ষাপট, সামাজিকতার ব্যাপারগুলো দর্শকের সামনে তুলে ধরা উচিত।
“এটাও কি সম্ভব” নাটকের গল্প সম্পর্কে তিনি বলেন, আমাদের সমাজে কম বয়সী মেয়ে এবং বেশি বয়সের পুরুষের বিয়ের প্রাদুর্ভাব দেখা যাচ্ছে-। সেটা নিয়ে কমেডির মাধ্যমে দর্শকদের মনোরঞ্জন ও সমাজের চিত্র তুলে ধরতে নাটকটি নির্মাণ করা হয়েছে। নাটকটি দেখতে সকলের প্রতি অনুরোধ জানিয়েছেন তিনি।