১৭ আগস্ট শনিবার, কুমিল্লায় সম্মিলিত ওলামা মাশায়েখ পরিষদের আয়োজনে, তাহযীবুল উম্মাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান মুফতি আবদুল কাইয়ুম মজুমদারের তত্ত্বাবধানে মাওলানা তাজুল ইসলাম মাওলানা মুহিব্বুল্লাহ মাহবুবীর যৌথ উপস্থাপনায়, সকল বর্ণের ওলামায়ে কেরামদের উপস্থিতিতে পবিত্র কুরআন তেলাওয়াত ও সঙ্গীত পরিবেশনার মাধ্যমে নগরীর স্বনামধন্য আইটি কনভেনশন হলে, ওলামা মাশায়েখ সম্মেলন ও ছাত্র আন্দোলনে আহত -নিহতদের জন্য দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
এতে স্বাগত বক্তব্য রাখেন, অধ্যাপক মাওলানা রফিক ফয়েজী,
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন:বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল মাওলানা এ টি এম মাসুম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন :হাজীগঞ্জ দারুল উলুম আহমাদিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ ড.মুফতী হিফজুর রহমান।
প্রধান বক্তা হিসেবে আলোচনা রাখেন:
বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগরীর আমীর জননেতা কাজী দ্বীন মুহাম্মদ।
বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন :নাগাইশ দরবার শরীফের আলহাজ্ব মাওলানা মোশতাক ফয়েজী পীর সাহেব, কুমিল্লা জামেয়া ইসলামিয়া দারুল হুদা কমপ্লেক্সের মহা পরিচালক শায়েখ মোল্লা নাজিম উদ্দীন,
ইবনে তাইমিয়া স্কুল এন্ড কলেজ জামে মসজিদের খতিব মুহাদ্দিস মাওলানা আব্দুল হালিম, হেফাজতে ইসলাম বাংলাদেশের কুমিল্লা মহানগরী সেক্রেটারি মাওলানা মুনির হোসাইন কাসেমী,
মাওলানা ইয়াছিন আহমাদ ফারুকী,
কুমিল্লা জেলা আহলে সুন্নাত ওয়াল জামায়াত ইমাম পরিষদের সভাপতি মওলানা মিজানুর রহমান, বরুড়া শশইয়া ইসলামিয়া ফাযিল মাদরাসার অধ্যক্ষ মুফতি মাওলানা রফিকুল ইসলাম হেলালী,হেফাজতে ইসলাম বাংলাদেশের দায়িত্বশীল মাওলানা জামীল আহমাদ আশরাফী, বাংলাদেশ তা’লিমে হিযবুল্লাহর সেক্রেটারি জেনারেল , সোনাকান্দা বহুমুখী কামিল মাদরাসার মুহাদ্দিস মাওলানা মোতালেব হোসাইন সালেহী,ইসলামী আন্দোলন বাংলাদেশের মাওলানা রাশেদুল ইসলাম রহমতপুরী, ওলামা বিভাগের কুমিল্লা নোয়াখালীর অঞ্চলের সমন্বয়ক অধ্যাপক মাওলানা লিয়াকল আলী ভুইয়া, পান্ডুঘর দরবার শরীফের মাওলানা গোলাম জিলানী পীর সাহেব, মাজলিসুল মুফাসসিরিন দক্ষিণ জেলা সেক্রেটারি ও ঠাকুরপাড়া বড় জামে মসজিদের খতিব মুফতি মাওলানা হাবিবুর রহমান আল – ফরিদী,বাংলাদেশ খেলাফত মজলিস কুমিল্লা মহানগরীর সভাপতি হাফেজ মাওলানা সোলাইমান, খেলাফত মজলিস কুমিল্লা শাখার যুগ্মসচিব হাফেজ মাওলানা আব্দুস সালাম সরাফতি প্রমুখ।
সভাপতিত্ত্ব করেন দেবিদ্ধার ইসলামিয়া ফাযিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা আলাউদ্দিন সরকার, দোয়া মোনাজাত পরিচালনা করেন ইবনে তাইমিয়া স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মুহতারাম শফিকুল আলম হেলাল। সংগীত পরিবেশন করেন মাওলানা বেলাল হোসেন হেলালী মাওলানা মোল্লা আল -আমিন শিল্পী, মাওলানা সাইদুল ইসলাম মাসুদ, মাওলানা আশরাফ আলী ।