বিশেষ প্রতিনিধি : মো: মুজাহিদ খাঁন কাওছার
ছাত্র জনতার উপর নির্বিচারে গুলি চালিয়ে গণহত্যাকারী খুনি হাসিনাসহ তার দোসরদের বিচারের দাবিতে সাভারে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্ম দিন উপলক্ষ্যে র্যালী আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার বিকাল ৪ টায় সাভার উপজেলা মডেল মসজিদ এর সামনে থেকে শুরু করে সাভার বাস স্ট্যান্ড হয়ে রেডিও কলোনি এলাকা ঘুরে পাকিজা চত্বর হয়ে মডেল মসজিদের সামনে এসে শেষ হয়।
পৌর বিএনপির আয়োজনে এই অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল করেন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
ঢাকা জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও সাভার পৌর বিএনপির সভাপতি জনাব খন্দকার শাহ্ মাঈনুল হোসেন বিল্টু।
এ সময় উপস্থিত ছিলেন সাভার পৌর বিএনপি'র আরো অন্যান্য নেতাকর্মীরা।
বিভিন্ন ইউনিয়ন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাভার পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক সুমন মিয়া ও সাভার থানা বিএনপির সদস্যরা।
এসময় প্রধান অতিথির বক্তব্যে বলেন, ছাত্রদের গণহত্যা, রাজনৈতিক নেতাদের হত্যা, গুম, জুলুম-নির্যাতন ও হামলা মামলার জন্য খুনি হাসিনার ফাঁসি দিতে হবে। তাকে দ্রুত দেশে ফিরিয়ে এনে বিচার করতে হবে।
ফ্যাসিবাদের দোসরদের ব্যাপারে সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। দীর্ঘ ১৭ বছরে জুলুম নির্যাতন, গুম খুনের সাথে জড়িতদের অবশ্যই বিচার করতে হবে।
এ সময় তিনি সাংবাদিকদের বলেন আপনারা আজ স্বাধীন, আপনারা সব সময় নিরপেক্ষ ও সত্যটাকে তুলে ধরার চেষ্টা করবেন।
অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ শেষে সাভার উপজেলা মডেল মসজিদের সামনে সংক্ষিপ্ত আলোচনা সভার মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।