মোঃ মোহিত উর রহমান শান্ত
সাধারণ সম্পাদক, ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগ
সাবেক সংসদ সদস্য, ১৪৯ ময়মনসিংহ-৪ (সদর)
বাংলাদেশ আওয়ামী লীগের উচ্চপর্যায়ের নীতিনির্ধারকদের ব্যর্থতা ছিল সাধারণ মানুষের মনস্তাত্ত্বিক পৃথিবীতে প্রবেশ করতে না পারা। আর আমাদের তৃণমূলের নেতাদের ছিল না খুব বেশী ক্রিয়েটিভ হবার বা কেন্দ্রীয় সিদ্ধান্তের বাইরে যাবার সুযোগ।
আমি তরুণদের সাথে মিশি, তাদের সাথে ঘন্টার পর ঘন্টা বসে আড্ডা দেই, গান গাই, গান শুনি ব্রহ্মপুত্রের পারে বসে। সেজন্য আমাকে কম কথা শুনতে হয় নাই। গত নির্বাচনে আমাকে দলেরই একটি অংশের বিরুদ্ধে লড়তে হয়েছিল। বিশেষ করে ওই প্রার্থী তরুনদের সাথে আমার আড্ডাকে কটাক্ষ করে করে অনেক কথাই বলেছিলেন। আমি কিন্তু এই তরুনদের ভোটে জিতেই সদরের প্রতিনিধি হয়ে মহান সংসদে গিয়েছিলাম। গত ৭ মাসে চেষ্টা করেছি নিজের দ্বায়িত্ব সততার সাথে পালন করতে। সমস্ত কাজে ফিরিস্তি আমি স্যোশাল মিডিয়াতে শেয়ার করেছি। নিজে রাত জেগে বসে বসে মানুষের প্রশ্নের, সমালোচনার উত্তর দেয়ার চেষ্টা করেছি। আমার অল্প অভিজ্ঞতায় যতটা সম্ভব সেবক হবার চেষ্টা করেছি। চেষ্টা করে যাব, ইনশাল্লাহ্।
কিছুটা হলেও তরুণদের ভেতরটা আমি দেখেছি, বুঝতে চেষ্টা করেছি। বাংলাদেশের তরুণদের একটি বড় অংশ আজ দৃশ্যত আওয়ামীলীগ বিদ্বেষী – কেন? আমার বা আমার মত নেতাদের কারনে? আমার তা মনে হয় না। আওয়ামীলগের নামে, নাম ভাঙ্গিয়ে কোন সুবিধা নেয় নাই এমন কয়জন আছে সারা বাংলাদেশে? হাই কমান্ডের সবচেয়ে ব্যর্থতা এই লুটেরা, হাইব্রিডদের টাকার বিণিময়ে, দলের নানা পদে বসার সুযোগ করে দেয়া। তাদের তিমি মাছের মত বড় মুখটা আমরা বন্ধ করতে পারিনি। আর স্বাভাবিকভাবেই দলের বিপদের সময় তাদের কাউকেই আমরা পাশে পাইনি। সেই সব লুটেরাদের জন্যই বিগত অভূতপূর্ব এবং বিরল অর্জনগুলিও মানুষের কাছে আজ আবেদন হারিয়ে ফেলেছে।
কাজেই আমাদের নিজেদের ভুল থেকে শিখতে হবে। সূর্যাস্তের পর হামাগুড়ি দিতে নেই। ভাঙ্গা বাড়িটা সারাতে হবে প্রথম, টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাথুরিয়া নিবেদিত প্রান নেতা কর্মীদের নিয়ে (হাইব্রিড আর পয়সাওয়ালাদের জন্য এতদিন দলে যাদের জায়গা হয়নি), নিজেদের এইসব ভুল থেকে শিখে বাংলাদেশ আওয়ামী লীগ আবারও ঘুরে দাঁড়াবে। দাঁড়াবেই। গ্রাম বাংলার মানুষের কাছে বঙ্গবন্ধু এক ভালোবাসার নাম। উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত সাহেব সেটাই হয়তো আমাদের উপলব্ধি করাতে চেয়েছেন। এই ডামাডোলে অন্তত একজন মানুষ টকিং সেন্স। আপনাকে ধন্যবাদ সাখাওয়াত সাহেব।