today visitors: 5073432

আর্যগুহা ধুতাঙ্গ ভান্তে হত্যায় জড়িতদের বিচারের দাবিতে বান্দরবানে মানববন্ধন

আর্যগুহা ধুতাঙ্গ ভান্তে হত্যায় জড়িতদের বিচারের
দাবিতে বান্দরবানে মানববন্ধ

বান্দরবানে আর্যগুহা ধুতাঙ্গ বিমুক্তি বিহারের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ ড. এফ. দীপঙ্কর মহাথের এর হত্যার বিচারের দাবিতে মানববন্ধন করেছে বৌদ্ধ দায়ক দায়িকা ও সেবকবৃন্দরা ।
শুক্রবার (১৬ আগস্ট) সকালে কালাঘাটার গৌতম বিহার প্রাঙ্গণে বিভিন্ন ব্যানার ও পোস্টার নিয়ে এ মানববন্ধন করেন আগত ভক্তরা।
ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে বক্তারা ভান্তেকে সুপরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে দাবি করেন। সেই সাথে এ হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।
মানববন্ধন শেষে বিহারে সমবেত হয়ে দায়ক দায়িকা ও ভক্তরা আর্যগুহা ধুতাঙ্গ ভান্তের প্রয়াণে নির্বাণ সুখ কামনায় অষ্টপরিষ্কার ও সংঘদান করেন।
এসময় অষ্টপরিষ্কার ও সংঘদান এবং মানববন্ধনে চেমী কপিলাবস্তু বৌদ্ধ বিহারের বিহারাধ্যক্ষ কথা শিল্পী ভদন্ত দীপংকর মহাথের এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন কালাঘাটা গৌতম বিহারের বিহারাধ্যক্ষ ভদন্ত প্রজ্ঞালংকারা থের, ভদন্ত সীমানন্দ থের, অষ্টবিংশতি রত্নপ্রিয় বৌদ্ধ বিহারের উপাধ্যক্ষ ভদন্ত বিনয়রত্ন থের, প্রান্তিকলেক শাক্যমিত্র অরন্য বৌদ্ধ বিহারের বিহারাধ্যক্ষ ভদন্ত বি.শান্ত মিত্র ভিক্ষু, লেমুঝিড়ি ভাবনা কেন্দ্রের অধ্যক্ষ জ্ঞানদীপ ভিক্ষু সহ বিভিন্ন বৌদ্ধ বিহারের বিহারাধ্যক্ষরা।
অষ্টপরিষ্কার ও সংঘদান এবং মানববন্ধনে অন্যান্যদের মাঝে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ বৌদ্ধ সমিতির বান্দরবান জেলার সভাপতি বেসান্ত বড়ুয়া, আম্রকানন গৌতম বিহার পরিচালনা কমিটির উপদেষ্টা কারবারী অনিল বড়ুয়া, প্রভাত বড়ুয়া, মনোরঞ্জন বড়ুয়া, সুব্রত বড়ুয়া, সভাপতি বোধিসত্ত্ব বড়ুয়া, সাধারণ সম্পাদক টিটু বড়ুয়া, যুগ্ন সাধারণ সম্পাদক সুলাল বড়ুয়া, সাবেক সাধারণ সম্পাদক সুমন বড়ুয়া, প্রকৃতি বড়ুয়া, অজয় বড়ুয়া, আর্যগুহা ধুতাঙ্গ বিমুক্তি বিহার সেবক সংঘের উপদেষ্টা ভুটান বড়ুয়াসহ বৌদ্ধ ধমার্বলম্বীরা।
প্রসঙ্গত, বান্দরবানের রোয়াংছড়ি থানা এলাকার আর্যগুহা ধুতাঙ্গ বিমুক্তি বৌদ্ধ বিহারের কুটিরে শনিবার (১৩ জুলাই) বিকালে ঝুলন্ত অবস্থায় বিহারের প্রধান ড. এফ দীপঙ্কর মহাথের ধুতাঙ্গ ভান্তের লাশ উদ্ধার করে পুলিশ। ড. এফ দীপঙ্কর মহাথের কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পালি বিষয়ের স্নাতক ও স্নাতকোত্তরে প্রথম শ্রেণিতে প্রথম হয়ে স্বর্ণপদক পান। পরবর্তীতে একই বিশ্ববিদ্যালয় থেকে ২০১২ সালে ‘অশোক শিলালিপি’র উপর তিনি পিএইচডি ডিগ্রি অর্জন করেন।
ওসমান গনি
বান্দরবান প্রতিনিধি
১৬ আগস্ট ২০২৪ইং