today visitors: 5073432

শরীয়তপুরের মহিলা দলের দোয়া ও আলোচনা সভা

মো: রবিউল ইসলাম
প্রথম বুলেটিন:

বাংলাদেশের বৈষম্যবিরোধী
ছাত্র আন্দোলনের সকল বীর যোদ্ধাদের প্রতি কৃতজ্ঞতায়, আহত যোদ্ধাদের সুস্থতায়, সকল বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন এবং দেশেনত্রী বেগম খালেদা জিয়া’র সার্বিক সুস্থতা কামনায়
দোয়া ও মিলাদ মাহফিল এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শরীয়তপুর জেলা মহিলা দলের উদ্যোগে
মঙ্গলবার (১৩ আগস্ট ২০২৪) বিকালে শরীয়তপুর কেন্দ্রীয় শহীদ মিনারে উক্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শরীয়তপুর জেলা মহিলা দলের সভাপতি আল আসমা উল হুসনা’র সভাপতিত্বে ও জেলা প্রচার সম্পাদক শাহিদা আক্তারের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা মহিলা দলের সাবেক সভাপতি ও বিনোদপুর ইউপির সাবেক চেয়ারম্যান রাজিয়া সুলতানা (রাণী)।
বক্তা ছিলেন, জেলা বিএনপির সহ-সভাপতি ও সদর উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব সিরাজুল হক মোল্লা।
বিশেষ অতিথি ছিলেন, জেলা বিএনপির সহ-সভাপতি বিএম হারুন অর রশীদ, প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক ভিপি নাজমুল হক বাদল, সহ-প্রচার সম্পাদক এ্যাড. মৃধা নজরুল কবির, স্বেচ্ছাসেবক দলের সভাপতি আমিনুর রহমান আমান, পৌর কাউন্সিলর ইমু আক্তার, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক ইলোরা হাওলাদার।

এসময় উপস্থিত ছিলেন, জেলা জাসাসের সাধারণ সম্পাদক মঞ্জুর হাসান, সদর উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি সেলিম বেপারী, সাধারণ সম্পাদক মোফাজ্জেল মোল্লা, জেলা ছাত্রদল নেতা পান্থ তালুকদার, ইমাম মোল্লা সহ দলীয় বিপুল সংখ্যক নেতৃবৃন্দ।

এসময় বক্তারা বলেন, শেখ হাসিনা পদত্যাগ করে পালিয়ে দেশ ত্যাগ করায় দেশে শান্তি বিরাজ করছে। তাই শরীয়তপুরকে কেউ অশান্ত করতে চাইলে কোন ছাড় দেয়া হবেনা। শরীয়তপুরে সন্ত্রাসীদের কোনো জায়গা নেই। দেশে এখন কোন আতঙ্ক নেই। শুধু আওয়ামী লীগ দেশের আতঙ্ক। তাই তাদেরকে সন্ত্রাস করতে দেয়া হবেনা।