today visitors: 5073432

আগামীকাল থেকে বাংলাদেশে হোয়াটসঅ্যাপ এবং ফোন কলের নতুন যোগাযোগের নিয়ম কার্যকর করা হবে:-

01। সব কল রেকর্ডিং হবে.
02। সমস্ত কল রেকর্ডিং সংরক্ষণ করা হবে.
03 । হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টুইটারসহ সব সোশ্যাল মিডিয়ার ওপর নজরদারি করা হবে।
04 । যারা জানেন না সবাইকে জানিয়ে দিন।
05। আপনার ডিভাইসগুলি মন্ত্রণালয় সিস্টেমের সাথে সংযুক্ত হবে।
06 । কারো কাছে যেন ভুল বার্তা না যায় সেদিকে খেয়াল রাখুন।
07। আপনার সন্তান, ভাই, আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব, পরিচিতদের জানান যে আপনি তাদের যত্ন নিন এবং খুব কমই সোশ্যাল সাইট চালান।
08। রাজনীতি বা বর্তমান বিষয় নিয়ে সরকার বা প্রধানমন্ত্রীর সামনে আপনার কোনো অসংলগ্ন পোস্ট বা ভিডিও…ইত্যাদি প্রেরণ করবেন না।
09। বর্তমানে কোনো রাজনৈতিক বা ধর্মীয় বিষয়ে বার্তা লেখা বা পাঠানো অপরাধ…এটি করলে বিনা পরোয়ানায় গ্রেপ্তার হতে পারে।
10 । পুলিশ বিজ্ঞপ্তি জারি করবে… এর পর সাইবার ক্রাইম… এর পর অ্যাকশন হবে এটা খুবই গুরুতর।
11 । অনুগ্রহ করে আপনারা সবাই, গ্রুপের সদস্য, এডমিন,… অনুগ্রহ করে বিষয়টি বিবেচনা করুন।
12। ভুল বার্তা যাতে না যায় সেদিকে খেয়াল রাখুন এবং সবাইকে জানিয়ে এই বিষয়টি খেয়াল র