আরিয়ান আহাম্মেদ হৃদয়
শ্রীপুর গাজীপুর প্রতিনিধি
লেখক কৃষিবিদ, ব্যাংকার, মতিউর রহমান সুমন
ভেতর-বাহির কত ফাঁরাক
অন্যের জন্য কাঁদি
অন্যের জন্য দেখাই হা-হুতাশ
বড় গলায় মাইকে আওয়াজ তুলে দেই চিৎকার
নিজের ঘরে মা না খেয়ে খিদের জ্বালায় মরে কখনোবা পায় এক-দু’টা পুরা রুটি
বাবা ছিঁড়া শার্টে অন্যের খেতে দেয় জীবন পাড়ি
গরিবের কষ্টের আর্তনাদ স্লোগান
বাবা রিক্সায় প্যাডেল মেরে মেরে হঠাৎ হয়েছে অজ্ঞান
অধিকার আদায়ে মাইক ফাঁটে
মানবাধিকার মানবাধিকার বলে চিল্লাই
রাত বিরাতে বাসায় ফিরে করি হইহুল্লোড়
ভাইবোনকে চোখ রাঙাই, করি গালাগাল
বাড়ি থেকে বের হ
তোদের ওয়ারিশে নাই কোন অধিকার
ভাইরে ভাই
মানুষ চেনা বড় দায়
আমাদের ভেতর-বাহির কত ফারাক!