শ্রীপুরে মাদক ব্যবসায়ীর হাতে গৃহবধূকে মারধরের অভিযোগ

 

এহসানুল হক কবির: স্টাফ রিপোর্টার

গাজীপুরের শ্রীপুরের কাওরাইদ ধামলই গ্রামে মাদক ব্যাবসায়ীর হাতে গৃহবধূকে মারধরের অভিযোগ উঠেছে। মাদকাসক্তদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে উঠেছে ধামলইবাসী। জনপ্রতিনিধিরা বলছেন, স্থানীয় জয়নাল ও মজনু চিহ্নিত মাদক ব্যবসায়ী। তাদেরকে বহুবার নিষেধ করাও পরও থামাতে পারেনি।এসব মাদক ব্যবসার বিষয়ে প্রতিবাদ করায় স্থানীয় একজন গৃহবধূকে পিটিয়েছে চিহ্নিত মাদক ব্যবসায়ীদের কয়েকজন সহযোগীরা। এ বিষয়ে ভুক্তভোগী গৃহবধূ রওশনারা বাদী হয়ে শ্রীপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।অভিযুক্তরা হলেন, ধামলই দক্ষিণ বেপারীপাড়া গ্রামের মজিদ শেখের সন্তান জয়নাল (৩৫), মনির ফকির (৫০) ও তার সন্তান দুর্জয় (২৫)।অনুসন্ধানে জানা যায়, হাত বাড়ালেই গাঁজা -মদ-ইয়াবাসহ সব ধরনের মাদকদ্রব্য পাওয়া যাচ্ছে এখানে, এতে ধ্বংস হচ্ছে যুবসমাজ। তারা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে দীর্ঘদিন ধরে মাদকব্যাবসা করে আসছেন বলে জানায় এলাকাবাসী।এসব মাদক ব্যবসার বিষয়ে প্রতিবাদ করায় ওই গ্রামের আব্দুল গনি মিয়ার স্ত্রী রওশনারাকে বাড়িতে প্রবেশ করে ব্যাপকভাবে মারধর করে। এতে তিনি গুরুতর আহত হয়ে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসা নিয়ে বাড়ি ফেরেন।নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক ব্যাক্তি জানান, ধামলই গ্রামে চৌরাস্তার আগে বটতলা একটি জায়গা রয়েছে যার নাম গোডারমোড় এখানে দীর্ঘ দিন ধরে রমরমা মাদকের ব্যাবসা করে আসছেন মজনু। এ কারনে এই মাদকের সাথে মিল রেখে জায়গাটি গোডারমোড় নামে পরিচিত। মাদকমুক্ত করার চেষ্টা চললেও কয়েক বছর ধরে ওই এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য (৬ নম্বর ওয়ার্ড) আলম খান বলেন, জয়নাল ও মজনু চিহ্নিত মাদকব্যাবসায়ী বিষয়টি আমি অবগত আছি। অনেক বার তাদের নিষেধ করেছি, থামাতে পারিনি। তাছাড়া আরো যারা আমার ওয়ার্ডে মাদকব্যাবসায়ী রয়েছে, তাদের সবাইকে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের সহযোগিতা কামনা করছি। শ্রীপুর থানার এস আই মিঠুন জানান,অভিযোগের প্রেক্ষিতে ঘটনাস্থলে গিয়েছিলাম এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।