_ মোঃ রফিকুল ইসলাম সেলিম
শেরপুর জেলাধীন নকলা থানা অন্তর্গত মরাকান্দা গ্রামে নিবাসী মোছাঃ জরিনা বিবি (৮২) স্বামী মৃত ইউনুস আলী। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় তার স্বামী মারা যায়। অতি কষ্টে ঢাকা শহরে বাসা বাড়িতে কাজ করিয়া জীবিকা নির্বাহ করে এবং সন্তানদের কে লালন পালন করে। ভুক্তভোগী বৃদ্ধা মাতা মোছাঃ জরিনা বিবির গর্ভজাত দুইটি ছেলে সন্তান একটি কন্যা সন্তান বর্তমানে জীবিত আছে। অভিযুক্ত সন্তান ১/ মোঃ উসমান আলী (৫০) ২/ মোঃ জবেদ আলী (৫৫) উভয় পিতা মৃত ইউনুছ আলী ৩/ পুত্রবধূ মোছাঃ উসমানা বেগম (৪৮) স্বামী মোঃ উসমান আলী গ্রাম মোরাকান্দা ইউনিয়ন বানেশরদী থানা নকলা জেলা শেরপুর। ভুক্তভোগী মাতা মোছাঃ জরিনা বিবি তাহার নিজ নামীয় ৯০ শতাংশ জমি অভিযুক্ত সন্তানগন ফুসলাইয়া কৌশলে তার ইচ্ছার বিরুদ্ধে রেজিস্টিকৃত দলিল মূলে লিখিয়ে নেয়। অভিযোগকারী মাতা মোছাঃ জরিনা বিবি বলেন আমার দুই ছেলে, আমাকে ফুসলাইয়া আমার ইচ্ছার বিরুদ্ধে ৯০ শাতাংশ জমি লিখিয়া নিয়া আমাকে মারপিট করে খোঁজখবর নেয় না ভরণ পোষণ করেন বাড়ি ঘরে থাকতে দেয় না । আমি ভিক্ষা করে খাই । গত শুক্রবার দিন১১ ঘটিকার সময় আমার সন্তানগণ মারপিট করিয়া আমাকে বাড়ি থেকে বাহির করিয়া দিয়াছে। আমি ভিক্ষা করে খাই অপরের বাড়ি ঘরে থাকি । আমার সন্তানগন আমাকে বাড়ি করে উঠতে দেয় না। আমাকে মারপিট করে । মারিয়া ফেলার জন্য হুমকি দেয় । ঘটনার বিষয় এলাকার কতিপয় লোকজন ও মাতব্বরগণকে নিয়া সালিশ করি, তারা সালিশ মানেনা। স্থানীয় চেয়ারম্যান সাহেব ঘটনা বিষয় জানে। মাতব্বর গুন বলে যে তোমার সন্তানগণ খারাপ লোক সন্ত্রাস প্রকৃতির লোক এদের বিচার করা যাবে না থানায় যাও। আমি নিরুপায় হইয়া ভারপ্রাপ্ত কর্মকর্তা নকলা থানা বরাবরে একটি লিখিত অভিযোগ দায়ের করি । আমি ন্যায় বিচার চাই